
অনেক দিন পর, একটি রাত কেটে গেলো নির্ঘুম ~
অপেক্ষায়, প্রতিক্ষায়, নিস্তব্দতার অভিসারে ~
পিন পতনহীন একাকীত্বের করিডোরে ~
কুয়াশা মাখা স্নিগ্ধ জোছনার আলো ~
বাড়িয়ে গেছে নিঃসঙ্গতার গভীরতা ~
শীতের পাঁজরে হিম হয়ে আসে মন, উষ্ণতার আবরণে ~
উদ্যেগ বাড়ে, জড়ো সড়ো হয় দীঘল প্রহর ~
প্রাণ পাই, স্বপ্নের আলিঙ্গণে হই বিভোর ~
হাছনার সুবাসে ভরে উঠে ঘুমন্ত শহর ~
রাত বাড়ে, আমি জেগে উঠি, প্রত্যাশার আঁচরে ~
নিঃশ্বাস রাখি, পদ্ম দীঘির জলে ~
অযাচিত প্রেম, ছুয়ে যায় আমার একাকীত্বের ভোর ।।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৬/০১/২০২০
ঢাকা ।
১৬টি মন্তব্য
ত্রিস্তান
অযাচিত প্রেম, ছুঁয়ে যায় আমার একাকীত্বের ভোর ।।
চমৎকার ।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা,
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
একাকীত্বের অবসান হোক এই কামনা করি। ভালো থাকুন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
অযাচিত প্রেম, ছুয়ে যায় আমার একাকীত্বের ভোর ।।
অযাচিত প্রেম হয় না কখনো
যদি না করো জোর !
আপনার একাকীত্বের হোক অবসান।
নেমে যান আপন মনে যদি সময় পান।
শুভ কামনা।
কামরুল ইসলাম
যে প্রেম চাইনি, তা যদি এসে পড়ে মনের উপর, তা ই তো অযাচিত,
ধন্যবাদ দাদা,
অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
শীতের পাঁজরে হীম হয়ে আসে মন, উষ্ণতাত আবরণে ~
উদ্যেগ বাড়ে, জড়ো সড়ো হয় দীঘল প্রহর ~
প্রাণ পাই, স্বপ্নের আলিঙ্গণে হই বিভোর ~
হাছনার সুবাসে ভরে উঠে ঘুমন্ত শহর ~
আহ্ দারুণ লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
মনোরম ও মনোহর লেখা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
এস.জেড বাবু
হাছনার সুবাসে ভরে উঠে ঘুমন্ত শহর ~
রাত বাড়ে, আমি জেগে উঠি, প্রত্যাশার আঁচরে ~
নিঃশ্বাস রাখি, পদ্ম দীঘির জলে ~
হাজারো / লাখো প্রেমিকের হৃদয় নিংড়ানো কাব্য
চমৎকার
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা ।
কামাল উদ্দিন
এমনটি হয়, প্রেম বলে কথা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মাহবুবুল আলম
একাকিত্ব কেটে যাক। রাতে ভাল ঘুম হোক। শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা