নির্ঘুম রাত

কামরুল ইসলাম ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, ১২:০৩:১৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

অনেক দিন পর, একটি রাত কেটে গেলো নির্ঘুম ~
অপেক্ষায়, প্রতিক্ষায়, নিস্তব্দতার অভিসারে ~
পিন পতনহীন একাকীত্বের করিডোরে ~
কুয়াশা মাখা স্নিগ্ধ জোছনার আলো ~
বাড়িয়ে গেছে নিঃসঙ্গতার গভীরতা ~
শীতের পাঁজরে হিম হয়ে আসে মন, উষ্ণতার আবরণে ~
উদ্যেগ বাড়ে, জড়ো সড়ো হয় দীঘল প্রহর ~
প্রাণ পাই, স্বপ্নের আলিঙ্গণে হই বিভোর ~
হাছনার সুবাসে ভরে উঠে ঘুমন্ত শহর ~
রাত বাড়ে, আমি জেগে উঠি, প্রত্যাশার আঁচরে ~
নিঃশ্বাস রাখি, পদ্ম দীঘির জলে ~
অযাচিত প্রেম, ছুয়ে যায় আমার একাকীত্বের ভোর ।।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৬/০১/২০২০
ঢাকা ।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ