“নিজেই বুঝি নি”

রেজওয়ানা কবির ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ১০:২২:৫৪অপরাহ্ন স্মৃতিকথা ২৭ মন্তব্য

২ দিন ধরে দেখা হবে ভেবে হাতের সবকাজ শেষ করে ফেলেছি, মনে মনে প্রিপারেশন ও নিয়েছি একটু বেড়াতে যাব বলে। আসলে করোনার কারনে বেশী বের হওয়া হয় না তাই ভাবলাম তুমি আসলে একটু বের হব।কিন্তু তুমি জানালে তুমি সারাদিন অনেক ব্যস্ত থাকবে,তাই ভাবলাম থাক পরে দেখা করব,তুমি হয়ত সত্যি ব্যস্ত।কিন্তু পরক্ষনেই জানলাম তুমি যতই ব্যস্ত থাক,তুমি কিন্তু তোমার ভালোলাগার মানুষের সাথে বেড়াতে গিয়েছিলে।কেউ কারো জায়গা নিতে পারে না,প্র‍্ত্যেকের জায়গা আলাদা,ভালোবাসাও আলাদা, কিন্তু তবুও অবচেতন মন সব স্বাভাবিক জানা সত্বেও খারাপ হয়ে গেল। কিন্তু পরক্ষনেই মনকে বুঝিয়ে নিলাম না দীপ্তি এরকম কর না?এর আগেও তুমি ঘুরেছ কিন্তু আমার একদম খারাপ লাগেনি বিশ্বাস । আজ অবচেতনেই একটা ধাক্কা পেলাম,হয়ত তুমি জানতেও পারলে না।কিন্তু আমার রাগ করাও অস্বাভাবিক। আসলে আমি বুঝিই নি,,, আমার তোমার প্রতি কোন রাগ ও নেই। আমার ভালোবাসাও আমি কাউকে প্রকাশ করতে পারিনা কখনো। হয়ত প্রত্যাশাও বেশি হয়ে গিয়েছিল।আসলে" ঘর পোড়া গরু মেঘ দেখলেই চমকায়"।  ভার্সিটি লাইফে আমার খুব বেস্ট বান্ধুবী  ছিল ,তার নামটা আজ নাই বলি তবে  ওর কাছ থেকে এত বড় ধাক্কা খেয়েছি যা আজও আমায় কুরে কুরে বিনাশ করে,আজ ও সেইসব দিন মনে পড়লে আমার জীবনের ৫ টা বছর কেড়ে নিয়েছে ভেবে শরীরে কাঁটা দিয়ে ওঠে।  আজ একটা ছোট ঘটনার জন্য অনেক পুরনো কথা মনে পরে গেল। সেইসব দিন যে দিনগুলোতে খুব আনন্দে কাটিয়েছিলাম কিন্তু কিছু অনান্দকর ঘটনা বুকে বিঁধে আছে এখনো। সেইসব মনে করলেই,,,,,,,,, আর কোন পুরনো দিনের অপ্রিতিকর  কথা ভাবতে চাই না,কোন প্রত্যাশাও করি না আজ।কারন প্রত্যাশাই মানুষকে ধ্বংস করে। মানুষের সময়গুলো ও নষ্ট করে দেয়। সেইসব স্মৃতি মনে রাখা ভালো যেগুলো সারাজীবন আনন্দ দেয়, সুখ দেয়। তবে যখন বুঝি যে কারো কাছে আমার গুরুত্ব শেষ তখন সেই জায়গা থেকে আজীবনের জন্য চলে আসি। ভালোবাসা সেই একইরকম থাকে শুধু কোন যোগাযোগ থাকে না। ঠিক যেমন তোকেও ছেড়ে দিয়েছি ১০ বছর হল,কিন্তু বান্ধুবী তুই যেখানেই থাক ভালো থাক এটাই চাওয়া।তোর প্রতি আমার অনুভূতিও একইরকম আছে তফাৎ তুই কিছু জানিস না কারন যখন তোকে উজার করে সব দিয়েছিলাম তখন গুরুত্ব দিস নি। থাক সেসব কথা শুধু আমার কাছে। আজ খানিকটা প্রকাশ করলাম এই সোনেলায় নির্দ্বিধায় কারন সোনেলা তোকে জানাবে না আমার এই কথা।

তাই আর কোন সম্পর্কে কখনও এভাবে জড়াতে চাই না, কারন এতে কষ্ট পেতেই হয়।

তাই নেই কোন প্রত্যাশা কারো প্রতি,সবাই যে যার মত ভালো থাকি সবার জায়গায়।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ