নাগর নদীর বাঁকে

বোরহানুল ইসলাম লিটন ২৯ অক্টোবর ২০২১, শুক্রবার, ০৭:১৫:১৩পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

নাগর নদীর বাঁকে,
চ্যাং চেলা আর ট্যাংরা পুঁটি
ঘুরছে ঝাঁকে ঝাঁকে!

সদ্য যে সকাল,
ছুটছে তবু দুষ্টুরা সব
নিয়েই টেলা জাল।

গামছা পরে নামছে ক’জন,
কেউ বা উদোম গায়
রাখছে খুলে লুঙ্গীটা তার
পাশের ডিঙি নায়,
পট্টি বেঁধে ঘায়।

ছোট্টুরা কেউ বাদ পড়েনি
ঘুম যে গেছে খসে,
ডলছে তবু চোখ দু’খানি
খলই ধরে কষে,
কেউ খাড়া কেউ বসে।

বইছে মৃদু উত্তুরে বাও
কচুরিপানার খাদে,
দেখতে যেয়ে মন ভাবে মোর
আটকে বকের ফাঁদে,
ক্যান শিকারী রোজ গেঁথে দেয়
বরশি পুঁটির কাঁদে!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ