দেয়ালের-ও দেয়াল থাকে

ছাইরাছ হেলাল ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ০৩:৪১:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

 

দেয়ালের এপাশ থেকে ওপাশ!
সামান্য একটি দেয়াল মাত্র;
চাইলেই টপকানো যায়, ফুঁ দিয়েও
গুড়িয়ে দেয়া যায়,
গনগনে আগুন! তাও জ্বেলে দেয়া যায়,
পেরেক ঠুকে ঠুকে নড়নড়ে করা যায়;

তারপর ও দেয়ালেই ঝুলে থাকে দেয়াল
বিটকেল-দাঁতে, অভাব্য অসভ্যতায়;
অবশ্য ছত্রিশ/বত্রিশ চড়ে একটা/কয়েকটা দাঁত ফেলে দেয়াই যায়;

কিন্তু কিন্তু,
দাঁত ফেলে বা উপড়ে দিলে/নিলে ভ্যা ভ্যা করে কাঁদতে থাকবে তো,
ভাত ই বা খাবে কী করে! ফোকলা হলে কী ভাল লাগবে!

বরং একটা কাজ করা যায়,
বড় একটা দেয়াল টেনে আড়াল করা যায়,
কিন্তু চিৎকার চেঁচামেচি! সে তো পৌঁছে যাবে অলিন্দ-নিলয়ে;

তার থেকে এই ই তো ভাল, গাঢ় অন্ধকার নেমে আসুক
ঠিকঠাক ক্রান্তিকালের মত নিগূঢ় নিঃশব্দে,
দেয়াল ঝুলে থাকুক দেয়ালে, দেয়াল হয়ে।

ছবি নেটের।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ