তিতা কথা-১

চাটিগাঁ থেকে বাহার ১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ১১:৩৭:৩৬অপরাহ্ন রম্য ২৬ মন্তব্য

♪♪__তিতা কথা-(১)__♪♪
===>>>^^^^<<<===

আক্কেল আলী ও সবজান্তা পরস্পর ঘনিষ্ট দুই বন্ধু।

আক্কেল আলী তার বন্ধু সবজান্তাকে বলল,
দোস্ত আজকে সকাল বেলা ১৩৬০ টাকা ইনকাম করলাম, সাথে একটি নতুন ছাতাও পেলাম।
সবজান্তাঃ কিভাবে?
আক্কেল আলীঃ সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েই বৃষ্টির মুখোমুখি হলাম। গলির মুখে অনেক্ষণ দাঁড়িয়ে থেকেও রিক্সা পেলাম না। অফিসে এমনিতে পাবলিক গাড়িতে গেলে খরচ লাগে ৫ টাকা, রিক্সায় গেলে ৩০ টাকা।

বাসা থেকে অফিসে আসতে যেতে রিক্সায় ১ দিনে ৬০ টাকা হলে সপ্তাহে ৬ দিনে ৩৬০ টাকা। বুদ্ধি করে গলির মুখের পাশের পলাশ বাবুর দোকান থেকে ৩৫০ টাকায় একটি নতুন রঙ্গিন ছাতা কিনে নিলাম।
সবজান্তাঃ বুঝলাম, তবে এটা বুঝলাম না যে এতে ১৩৬০ টাকা ইনকাম হলো কি করে?
আক্কেল আলীঃ তোর নাম যে কেন সবজান্তা সেটাই আমি আজ পর্যন্ত জানতে পারলাম না!
সবজান্তাঃ আমি আবার কি করলাম, রেগে যাচ্ছিস কেনো? তোর দেয়া হিসেব মতে ৩৬০ টাকা বুঝে পেলাম, বাকিটার হিসাব দিবিনা!
আক্কেল আলীঃ ধর, বৃষ্টিতে ভেজার ফলে আমার প্রচন্ড জ্বর হলো। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ফিস আর ওষুধ দিয়ে ১০০০ টাকা হাতিয়ে নিলেন। এখন ছাতা কেনার ফলে আমাকে ভিজতে হয়নি বলে আমার জ্বরও হলো না। ফলে ডাক্তারের কাছে গিয়ে ১০০০ টাকা খরচও করতে হলো না। সুতরাং ঐ ১ হাজার টাকাও আমার ইনকামে যোগ হল। এবার বুঝেছিস হাদারাম!
সবজান্তাঃ পেয়ে গেছি!
আক্কেল আলীঃ কি পেয়ে গেছিস?
সবজান্তাঃ আমার ইনকামের হিসাব।
আক্কেল আলীঃ তোর আবার কিসের ইনকাম, কত টাকা?
সবজান্তাঃ ৫৩০ টাকা।
আক্কেল আলীঃ কিভাবে?
সবজান্তাঃ তোর জ্বর হলে তুকে দেখতে যেতাম। ২ কেজি আম ১৮০ টাকা, ১ কেজি মাল্টা ১৫০ টাকা। মোট ৫৩০ টাকা আমার ইনকাম হল।
আক্কেল আলীঃ হুুম, মানলাম, তোর কথায় যুক্তি আছে। এজন্যই তুই সবজান্তা। কিন্তু তোর অংক মিলে না, হিসাবে গড়মিল আছে।
সবজান্তাঃ আরে গাধা! কেন যে তোর নাম আক্কেল আলী হল! তুই আমার আসা যাওয়ার টেক্সি ভাড়া হিসাব করবি না!!!

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ