তাই নয় কি

আলমগীর সরকার লিটন ১৬ আগস্ট ২০২১, সোমবার, ১১:৫৬:৫১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

জীবনের শুরুতে যদি
অবহিলত বাতাস বয় নিত্যক্ষণ-
তাহলে তো শেষটাতেও
অবজ্ঞা থাকবেই ! তাই নয় কি?

হয় তো প্রশ্ন করার সময়
থাকবে না- তার আগেই
মাটির ঘাসে ঘুমিয়ে পরবে;
উত্তর শুধু তারার মেঘ
জলজল করবে পূর্ণিমা রাত
কিংবা অনুশোচনা! তাই নয় কি?

প্রণয়ের অরণ্যভূমি বেদনাময়
বাতাসের সু-ঘ্রাণ নেই, প্রাণচঞ্চলতা
নেই- পাখিদের গান শুনা নেই
এভাবে জীবন চলে-এভাবে সংসার হয়-
শুধু মৃত্যুর উপত্যকায় অপেক্ষামান
বলো- তাই নয় কি?
০১ ভাদ্র ১৪২৮, ১৬ আগস্ট ২১

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ