জোসনাবিলাসী নগরপিতা

শিপু ভাই ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ১০:০৩:২৫অপরাহ্ন বিবিধ ২১ মন্তব্য

এই দেশেরই একটা শহর ছিল যেখানে প্রতি পূর্ণিমাতেই জোসনাবিলাশের উৎসব হত। শহরের প্রতিটি ভবনের বাতি নিভে যেত যথাসময়ে। স্ট্রীট ল্যাম্পগুলোও নিভিয়ে দেয়া হত। পুরো শহরজুড়ে শুধু জোসনার রাজত্ব! নাগরিকরা প্রানভরে উপভোগ করতো চাঁদের মায়াবী আলো। আর এই উৎসবের নেতৃত্ব দিতেন একজন কবি। কবি আবার শহরপিতা তথা মেয়র।
অবিশ্বাস্য লাগছে?
শহরটা এখনো আছে শুধু সেই জোসনা যাপনের উৎসবটা নেই। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা শহর। তিন তিনবারের নির্বাচিত মেয়র দেওয়ান মমিনুল মউজদিন। ভিষন জনপ্রিয় ছিলেন উনি। সুনামগঞ্জবাসী ধন্য হয়েছিল একজন জোসনাপাগল কবিকে মেয়র হিসেবে পেয়ে। তার আরেকটি পরিচয় হল উনি আমাদের হাসন রাজার প্রপৌত্র। ২০০৭ সালের ১৫ নভেম্বর কবি দেওয়ান মমিনুল মউজদিন স্ত্রী সন্তানসহ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
আজকে কিছুক্ষণ আগে জোসনায় ভিজতে ভিজতে হঠাত তার কথা মনে পরলো।
আজকে চমৎকার চাঁদ উঠেছে। জোসনায় থই থই করছে চারিপাশ। কবি মউজদিনের চরণে আমার নিবেদন-
"পূর্ণিমা বদলে যাক আমাবস্যায়,
জোসনায় নেমে আসুক আধার
চাঁদের দরকার নেই আর
যদি তুমি ফিরে আসো হে কবি!
সহস্র পূর্ণ চন্দ্রের বিনিময়ে আমি
তোমাকেই চাই!"

গেল ১৫ নভেম্বর ছিল তার দ্বাদশ মৃত্যুবার্ষিকী!
গভীর শ্রদ্ধা!!!

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ