জাগো- ২ ( অধিকার নয় কর্তৃত্ব চাই)

অনন্য অর্ণব ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০৫:০৮:২০অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

 

আমি ডিজিটাল হতে চাইনা
আমি চাই ভাত ও বস্ত্রের যোগান
সুশিক্ষা , চিকিৎসা আর
সুনিশ্চিত রাত্রি যাপনের নিশ্চয়তা।

তোমরা প্রযুক্তির কথা বলো, তাই না ?
উন্নত জীবন আর নিরবচ্ছিন্ন বিলাসিতা ?
আলিশান বাড়ি লাক্সারী গাড়ী,
হাতের মুঠোয় বিশ্ব আরো কত কি ?

এই...ই, একবার ভেবেছ কি তোমরা ?
উৎপাদন বন্ধ থাকলে -
প্রক্রিয়াজাত ও বন্ধ হয়ে যায়,
আর পরজীবী যত বলিষ্ঠই হোক
একদিন তাকে উপড়ে ফেলে দেবেই।

যে দেশে দারিদ্রের কষাঘাতে জর্জরিত- মানবতা,
নিত্য ক্ষুদার জ্বালায় হাহাকার রটে,
নেই ন্যূনতম শ্রমবাজার ন্যায্য মজুরি
তোমরা কি সে দেশের কথা বলছো ?

আহা ডিজিটাল ! সে মুষ্টিমেয় মানুষের...
নিরন্তর প্রভাব বিস্তারের প্রক্রিয়া,
আমি ষোল কোটি বাঙালির কথা বলছি,
যারা সুবিধাবঞ্চিত আর হতভাগ্য।

আমরা বাঙ্গালীই থাকতে চাই,
আমাদের জীবনযাত্রা ত্বরান্বিত হোক -
আমাদের মতো করে-
সাম্রাজ্যবাদের অনুকরণে নয়,
জাগো বাঙালী,এই হোক আমাদের অঙ্গীকার।

© অনন্য অর্ণব
উত্তরা ঢাকা

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ