চাই একটু আলো

ছাইরাছ হেলাল ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার, ০৩:৪৩:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

কালের যাত্রা পথে জীবনের প্রতিটি পাতা প্রতিটি ক্ষণ
অপূর্ণতায় ঠাসা, অপুণ্যতে-ও;
রূপকের মত অন্ধকার নেমে আসে ক্ষণে ক্ষণে
ক্বচিৎ/কদাচিৎ আলোর ঝলকানি-ও,

কলহ আর ভালোবাসার স্পর্শ-চিহ্ন কোথাও খুঁজে পাই না,
অন্ধকারের শতাব্দীগুলো ভেসে আসে সারি বাঁধা দলবদ্ধতায়
অপ্রীতিতের যন্ত্রণা নিয়ে।

প্রহর-জাগা শূন্যতার ডাক যখন ত্রিরাত্রির সঙ্গী
চুঁইয়ে পড়া নিদ্রাহীনতা চিক চিক করে জেগে থাকে,
সবুজ শিশিরের ডগায়, আবৃত অনাবৃতের মাঝে;

নব্যতা-হীন সংকীর্ণতায়
টুপটাপ ঝরে পড়া ঝিনুক ঝিনুক নিঃশব্দ-শব্দ খুঁজি
আঁতিপাঁতি করে, ফুঁসে ওঠা বেমানান হৃদয়ে।

সীমান্ত-রেখায় আক্ষেপ-অপেক্ষা এক ফালি ‘সিরাজাম মুনিরা’

“Bless, o Lord, the best prophet and messenger!
Bless, O Lord, the noblest among djinn and men”

“This is God’s beloved,
The physician for all pain--
Look, this noble, one, unique,
In the midst of the field of intercession!”

গান ও ছবি নেটের।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ