
ফেসবুকে ভাইরাল হওয়া একটি সমসাময়িক ঘটনার উপর #ছড়াটি লেখা।
দেশে এবার
নতুন শোর
মা ও মেয়ে
গরু চোর।
গ্রামের চেয়ারম্যান
খায়েশ মিটাবেন
দিলেন কু-প্রস্তাব
মেয়ের প্রত্যাখান।
পরে জাগলো খায়েশ
করবে তারে বিয়া
স্বর্ণ-অলংকার দিয়া
তাতেও গললো না চাল
এবার মিটাবে তার ঝাল।
মামলা করলো দায়ের
এরা গরুচোর গাঁয়ের
বাঁধলো দড়ি কোমরে
টেনে নিলো খোয়ারে।
বাঁশ তলায় বসে
মুচকি মুচকি হাসে
এবার বুঝবে ঠ্যালা
চেয়ারম্যানের খেলা।
বেটা একখান কাপুরুষ
নারী পেলেই হয় বেঁহুশ
ডিজিটাল বাংলাদেশ
কবে হবে তার শেষ।
ছিঃ চেয়ারম্যান ছিঃ
নেই কি তোর মা-ঝি?
ছবিঃ সংগ্রহ।
Thumbnails managed by ThumbPress
২০টি মন্তব্য
তৌহিদ
এরাই নাকি জনপ্রতিনিধি! ধিক্কার জানাই তাদের। মেয়েটি বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় গরু চোরের নাটক সাজিয়ে এই অমানুষটা ন্যাক্কারজনক এমন কান্ড করেছে।
বিচারে এর শাস্তি চাই। চমৎকার লিখেছেন ভাইজান।
শামীম চৌধুরী
দাঁতভাঙ্গা জবাবের সাথে যদি উপযুক্ত বিচারটা করা হয় তবে বাকিরা সাবধান হতে পারতো। কিন্তু কাজটা করবে কে?
আরজু মুক্তা
উপযুক্ত শাস্তি দাবি করছি।
শামীম চৌধুরী
এই মাত্র খবর শুনলাম সেই চেয়ারম্যান নাকি গ্রেফতার।
সুপর্ণা ফাল্গুনী
দারুন খবর। কিন্তু আদৌ কি উপযুক্ত বিচার হবে?
সুপর্ণা ফাল্গুনী
আমাদের চারপাশে আড়ালে আবডালে এমন ঘটনা অহরহই ঘটছে। এর কোন সুষ্ঠু বিচার আজো পায়নি কেউ। ধিক্কার জানাই যারা এসব নিজ চোখে দেখে কিন্তু কেউ প্রতিবাদ করেনা। কষ্ট টা ওখানেই বেশি লাগে এসব গুটিকয়েক লোককে শায়েস্তা করতে জনবল বেশি থাকা সত্ত্বেও সবাই এদেরকে সমীহ করে চলে, ভয় পায়। ভালো থাকবেন ভাইয়া
শামীম চৌধুরী
দুই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে বাকিরা সজাগ হতো। ভয় পেত। প্রশাসন চুপ থাকে বলেই এরা অপকর্মগুলি সহজেই করে বেড়ায়। আপনিও ভাল থাকবেন দিদিভাই।
সাবিনা ইয়াসমিন
তথাকথিত চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে শুনেছি। যদি এমন করে প্রতিটি অপকর্মকারীদের আইনের আওতায় এনে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে আমাদের দেশে এই ধরনের অপরাধ গুলোর সংখ্যা দ্রুত কমে যেতো।
শামীম চৌধুরী
জ্বী সেই চেয়ারম্যান গ্রেফতার হয়েছে। মা ও মেয়ে জামিন পেয়েছে। প্রশাসন নীরব বলেই তাদের দৌড় ঝাপ বেশী। মগের মল্লুকের মতন ভাবে।
সুপায়ন বড়ুয়া
পাড়ায় পাড়ায় শোর উঠেছে
ছিঁ চেয়ারম্যান ছিঁ !
বেজন্মাটাকে জুতা পিটা
পাড়ার মা-বোন ঝি।
ভাল লাগলো ভাইজান। শুভ কামনা।
শামীম চৌধুরী
আপনি ভাল থাকুন। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
ছিঃ চেয়ারম্যান ছিঃ
নেই কি তোর মা-ঝি
বোন ছিঃ চেয়ারম্যান ছিঃ?
——–চমৎকার ছড়া পাঠ করলাম প্রিয় শামীম দা
অনেক শুভেচ্ছা রইল——–
শামীম চৌধুরী
ধন্যবাদ ভাইজান। শুভেচ্ছা রইলো।
রোকসানা খন্দকার রুকু।
আমরা এমনই এক দেশে বসবাস করি যেখানে খুন ধর্ষণসহ সমস্ত জঘন্যতম অপরাধীদের জন্য নামীদামী উকিল মেলে।
ধরা পড়ে কিছুদিন জেলে আরাম আয়েশে কাটে তারপর আর কেউ খোঁজ নেয়না।মানে সে ছাড়া পায়।
শুভ কামনা ভাই।
শামীম চৌধুরী
প্রশাসন যতদিন কঠোর হস্তে এদের দমন না করবে ততদিন এদের দৌড়াত্ব বেড়েই চলবে। দুই একটা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে বাকিরা ঠিক হয়ে যেত। দেশে আইন আছে প্রয়োগ নেই। ভাল থাকবেন।
ফয়জুল মহী
অপূর্ব গাঁথুনিতে অনবদ্য লেখা
শামীম চৌধুরী
ধন্যবাদ ও কৃতজ্ঞ।
ছাইরাছ হেলাল
মদন চেয়ারম্যান খাইছে ধরা
সবাই বলে পালা পালা,
হবে তো এবার বাঁশের ডলা?
নাকি হবে সব ফক ফকা!!
শামীম চৌধুরী
যদি হয় ফকফকা
জাতির ভবিষ্যত
হবে ঝকঝকা।
আকবর হোসেন রবিন
ছড়া খুব ভালো লেগেছে। পড়ার সময় মনে হয়েছিল যেন একটা কবি গান পাঠ করছি।