একুশের কবিতা

দালান জাহান ৫ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ১২:৪৩:২২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

একুশ আমার কিশোরী মেয়ের
পলাশ পলাশ রঙ যেটুকু রঙ হলে
সে সাধানন্দে বাঁচতে পারে।

একুশ আমার বুকের মধ্যে ঘুমানো
প্রাচীন এক অগ্নিবীজ
যে একবার জ্বলে উঠলে
মরতে মরতে নাচতে পারে।

একুশ আমার সূর্য-সন্তান
যে খোলা রাস্তায় দাঁড়িয়ে
নিজের বর্ণমালায় বজ্র ধ্বনিতে চিৎকার করে।

একুশ আমার শপথ-ভাস্কর
যে বেদনার রঙে রঞ্জিত পতাকা
বাতাসে পতপত শীৎকার করে।

দালান জাহান
০৪.০২.২০
সখিপুর।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ