বইমেলায় যখন নিজের বই নিয়ে রথীমহারথীদের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছিলাম তার পেছনে আমার বাবা মায়ের আশীর্বাদ ছিলো বলে তাঁদের সম্মুখে গিয়ে দাঁড়াতে পেরেছি।
যখন বইমেলা থেকে বাড়ি ফিরছি তখন রথীমহারথীদের স্নেহ,ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরেছি। খালি হাতে ফিরি নি।
আজ হতে আমি একা নয় বরং একা থেকে সহস্রের পথে উত্তরণ হয়েছি তাঁদের ভালোবাসায়।
হয়তো সপ্ত সাধনা করেও আমার এ জীবনে আসা হতো না যদি উনাদের আশীর্বাদ না থাকতো।

এইভাবে তোমাদের হৃদয়ে রেখো মোরে।
এইভাবে ভালোবেসো বন্ধু যে ভালোবাসা থাকে জন্মজন্মান্তর ভরে।
আমি ছাড়িব না তোমাদের পাশ তোমাদের অনুপ্রেরণায় আমার এ ক্ষুদ্র প্রয়াস।

ভুলভ্রান্তি থাকবেই। যেহেতু এই লেখা বই আকারে আমার প্রথম।
যশ,খ্যাতি,টাকাপয়সার জন্য নয়,শুধু নিজের মধ্যে গড়ে উঠার ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রকাশ এই গল্পখানা বই আকারে পাঠকের কাছে তুলে দিলাম। আশাকরি ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বিন্দুমাত্র ভালো লাগে পড়ে,তাইলে আমার পরিশ্রম সার্থক এবং আমি নতুন কিছু লেখার আগ্রহ পাবো বলে বিশ্বাস।
.
সকলের ভালোবাসা আর অনুপ্রেরণায় সত্যিই আমি মুগ্ধ।
যাঁরা রাতভর পাশে থেকে শ্রম দিয়েছেন আমার বইটি প্রকাশ করার জন্য তাঁদের কাছে আমি চির কৃতজ্ঞ ও চির ঋণী।
আপনাদের নিয়ে কী লিখবো সে জ্ঞান আমার নেই।
আমি অভিভূত আপনাদেরকে আমার পাশে পেয়ে।
আপনাদের এ সমর্থন কখনো ভুলবোনা।

আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার একটা বই প্রকাশ হবে। সেটা শুধু আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় হয়েছে।
আমি কবি,লেখক এমনকিছু না লিখতে ভালোবাসি তাই মনের আনন্দে দু-চার লাইন লিখে থাকি।
.
এ পৃথিবীতে যতদিন বেঁচে থাকি সৃজনশীল হয়ে যেন বেঁচে থাকতে পারি।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ