একদিন স্বপ্নের দিন

সাবিনা ইয়াসমিন ১ মে ২০২১, শনিবার, ০১:৩৪:১০পূর্বাহ্ন গল্প ২৬ মন্তব্য

রেল স্টেশনের গেটে নেমে ট্যাক্সিক্যাবের ভাড়া চুকিয়ে দিয়ে এক হাতে লাগেজ আরেক হাতে রাখা মেয়েটির হাত ধরে দৃঢ় পদক্ষেপে যুবকটি  এগিয়ে গেলো স্টেশনের অভ্যন্তরে।
স্টেশনের ভিতরে প্রচন্ড ভিড়। মেয়েটির দু'চোখে ভয়, বিস্ময়!
সামনে এগোনোর মুহূর্তে কখন যেন সে যুবকের হাতের মুঠো ছেড়ে পুরো হাতটিকেই দু'হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কেউ-ই খেয়াল করেনি।

- নদী, আমাদের ট্রেন এখানে এসে থামবে, এই প্লাটফর্মে। তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসি।
- কো'থা থেকে কিনবে?
- এইতো সামনেই দোকান।

নদী চুপ হয়ে আছে। বলতে পারছে না,
উহু খাবার লাগবে না। কিছুই লাগবে না। শুধু আমার পাশে থাকো। আমি ভয় পাচ্ছি।

সে শুনেছিলো স্পষ্ট-ই!
- তোমার এখানে একা বসে থাকতে হবে না, তুমিও চলো। যা কেনার দুজনে মিলে কিনবো।

ভীতি-মেঘ উড়ে গেলো ভাল লাগার দমকা হাওয়ায়। শূন্যস্থান দখল হলো ভালোবাসায়।
কাঙ্ক্ষিত গন্তব্যের ট্রেন আসতে এখনো অনেক দেরী। ওরা হাতে হাত রেখে বসে আছে। দেখছে।
যখন মন কথা বলে মুখ তখন নিরব শ্রোতা।

মুখরিত স্টেশনে নানা মানুষ, নানা বর্ণ-ভাষা। একেকটা ট্রেন এসে থামে, মানুষ ছুটে যায় পঙ্গপালের মতো। ট্রেন গুলো তাদেরকে এক নিমিষেই গিলে নিয়ে ছুটে যায় আরেক স্টেশনের দিকে। এত হুড়োহুড়িতেও বাদ পড়ে থাকে না কেউ-ই! কোন কিছু-ই।

- আমরা কোথায় যাচ্ছি জাদু?
- যেখানে স্বপ্ন আরও স্বপ্নীল হবে।
- পাহাড় আর সমুদ্রের লটারিতে কোন স্বপ্নের নাম উঠেছে?
- দুটোর-ই।

যন্ত্র-জান্তব ট্রেনটা হয়তো ঠিক ঠিক জানতো ওরা কোথায় বসে অপেক্ষা করছে।
সময় মতোই সামনে এসে থামলো।

- এবার মুখটা খোলো। এখানে আমি ছাড়া আর কেউ দেখবে না তোমাকে।
- দেখার পরে?
- কপালের টিপ খুলে যত্ন করে রেখে দিবো।
- আর?
- বিশ্বাসের ধারক হবো।
- তারপর?
- তুমি উপরের সীটে ঘুমাবে আর আমি নীচে।
- যদি পরে যাই?
- আমি উপরে।
- যদি ভয় পাই?
- তাহলে এক সাথে।

- জাদু, ঘুমাও না কেন?
- এ-ই তো ঘুমাবো।

- জান,ঘুমিয়েছো?
- আমি ঘুমিয়ে গেছি..

একটা ট্রেন ছুটে চলছে অন্ধকার ফুঁড়ে, আলোর কাছাকাছি
একজোড়া মানুষ যাচ্ছে স্বপ্নের দিনে
একটি স্বপ্ন ডানা মেলছে সুপ্ত কুঠুরি থেকে
স্রোতস্বিনী নদী জড়িয়েছে ফাগুনের বুক-প্রাচীরে
ফাগুনের ক্লান্তি নেই!

যুবকের নাম- ফাগুন।

 

★ছবি-আমার।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ