
অস্বস্তিগুলো কেমন চারপাশ ঘিরে থাকে,
পাছে তোমার সাথে দেখা হয়ে যায়।
জানি, তোমার কিছুই হবে না,
শুধু আমার টিনের কৌটো খুঁলে বসবে তার পুরোনো বাক্স পেটরাদের।
যেখানে রাখা ভালোবাসা নামক অজস্র অবহেলা।
চাই আর কখনোই দেখা না হোক তোমার সাথে!
কারণ এই বেশ আছি তোমাকে ছাড়া,
আমাকে একা করতে চেয়েছিলে সেই আমি একা নই মোটেও।
টিকটিকিগুলো বেশ নাদুসনুদুস হয়েছে, ধরতে গেলেই লেজের ভেংচি দেয়,
ফেলে না যাওয়া সিলিং ফ্যান অনবরত বনবন করে বলে শেষ বলে কিছু নেই,
কফির মগ নির্দিধায় ঠোঁটে উঠে আসতেও বিরক্ত হয় না,
শীত শীত ধোয়া সকালের ওম দিতে এতটুকুও কার্পণ্য নেই,
অলস দুপুরের আবেদনময়ী আহ্বান বলছে তার সাথে যতো ইচ্ছে আলস্য কাটাতে,
ঘরে ফেরা পাখি বিকেল বলছে কিচিরমিচির নাও যতোটুকু নিতে মন চায়।
সন্ধেটা গিটার হাতে বারান্দায় বসে থাকে টুংটাং শোনাবে বলে।
অথচ কি বোকা আমি, এতোকিছু ছেড়ে
রোজ তোমার ভালোবাসা নামক বস্তুটি পাবার আশায় পরতাম অবজ্ঞা, অপমানের শেকল।
তাই আজও মনের কোণের কুনোব্যঙ সুযোগ পেলেই দিব্যি ছানা দেয়।
আর ঘরের কোণের কুনোব্যাঙ ছানা দিয়ে দিব্যি পোকামাকড় খেতে খেতে পোনাদের দেখিয়ে দেয়,
দেখো, এরা নাকি শ্রেষ্ঠ কিন্তু কি অসহায়!
আমাদের মতো জীবন থেকে ভাগ নিতে শেখেনি,
কেউ ছেড়ে গেলেই নাকি একা হয়!
অথচ আমরা বলি, বারবার বাঁচতে শেখো জীবন!
প্রতারক পাশে থাকে না, ও কেড়ে নেবার জন্যই আসে!
১৮টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
হ্যাঁ মানুষ এক প্রকার অসহায়ই বটে,অনাহুত আবেগ আর ভালোবাসার কাছে। শত অবজ্ঞা অবহেলা সয়ে ও ভুলতে না পারার অক্ষমতায় জিম্মি কিছু মানুষ। তবুও দিনশেষে ভালোবাসার জয় হোক।
লেখা খুব ভালো হয়েছে। আবেগঘন আবেদন আছে প্রতিটি লাইনে। হৃদয় চুরমার হয়ে আসে এমন একান্ত আলাপনে।
রোকসানা খন্দকার রুকু
হ হ আপনার মতো হইছে! ভালো থাকুন!!!
মনির হোসেন মমি
বাচতে শেখো জীবন।
আমারি একই কথা
কারোর কোন কিছু আটকে থাকে না।জীবন বহমান।।
চমৎকার হয়েছে।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ মমী ভাই🌹
সৌবর্ণ বাঁধন
খুব সুন্দর হয়েছে লেখাটা। সহজ কথা কতো সহজে বলেছেন। টিকটিকি কিংবা কুনোব্যাঙের উপস্থিতি চেনা দুনিয়াকে পরাবাস্তবতায় ঠেলে দিয়েছে যেন। শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
কুনোব্যাঙ আসলেই সংগ্রামী। মানুষের সাথে যার বসবাস। কৃতজ্ঞতা কবিমশাই।🥰
সাবিনা ইয়াসমিন
আজ সোনেলায় আগমনের দুই বছর পূর্ণ হলো আপনার! দেখতে কীভাবে সময় চলে যায়! মনে হচ্ছে এই তো সপ্তাহখানেক হলো আপনার লেখার সাথে পরিচয়!
অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাকে 🌹🌹
লেখার মন্তব্য পরে দিচ্ছি।
রোকসানা খন্দকার রুকু
দুবছর হলো অথচ কিছুই হলো না। হাত পাকাতে পারলাম না, সে লেখা তো সপ্তাহখানেক মনে হবেই! অনেক অনেক কৃতজ্ঞতা মনে রাখার জন্য! 🥰
হালিমা আক্তার
জীবন কখনো কখনো একা হয়ে পড়ে। তবু পথ চলতে হয়। দিন শেষে নীড়ে ফিরে আসতে হয়। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
শুভকামনা আপা। পাশে থাকুন!🥰
রেজওয়ানা কবির
টিনের কৌটা খুলেই মনে পড়ে গেল পুরনো স্মৃতি কিন্তু মনে নেই এখনকার তোমাকে যাকে আমি চিনি না।।।
আমি মনে করি পুরোনো তোমার ভালো সত্তাকে।।।
বোকা ছিলাম,বোকা আছি,বোকা থাকবো!
সবাই কি আর চাইলেই বোকা হতে পারে!!!
খুব সুন্দর কবিতা হয়েছে।
চালিয়ে যাও আপু।
শুভকামনা❤️।
রোকসানা খন্দকার রুকু
বোকা থাকাই ভালো। যেমন আমি! তোমরা সবাই ঠকাও, তাতেও খুশি!!
রেজওয়ানা কবির
হা হা হা🤣🤣🤣কান্দিবো না হাসিবো বুঝবার পাচ্ছি না।।।
আমিও তো বোকা 🥰
বোকা-বোকা মিলেই তো হয় বোন, বন্ধু, সাগরেদ, আত্নীয় 💘💘💘💘
দুস্কিত হইলাম।।।
বোরহানুল ইসলাম লিটন
ভালোবাসা জিনিষটাই মনে হয় এমন আপু!
আলোর আশায় আলেয়ার পিছনে ছুটে চলা,
আশায় আশায় জীবনের আশাটুকু
শেষ করা টিপে গলা।
আর শেষ বেলা ব্যর্থতার গ্লানি লুকাতে স্মৃতির পাহাড় বুকে আগলে রাখা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!
রোকসানা খন্দকার রুকু
আপনার জন্যও শুভকামনা 🌹
প্রদীপ চক্রবর্তী
এ লেখায় বেশ শৈশবের স্মৃতি ফুটে আছে।
আহা টিনের বাক্সে ভালোবাসা আর খানিক অবহেলা।
আছে দুরন্তপনা!
তবুও অপেক্ষা, উপেক্ষা, ভালোবাসা এসব ছেড়ে আসতে হয়! অথচ স্মৃতি তা মনে করিয়ে দেয়।
তারমধ্য কিছু কিছু জিনিস প্রকৃতি যার যা পাওনা তা ফিরিয়ে দেয়।
অবশেষে মানুষ চেনো,
চিনতে হলে ঠকতে হবে, হারতে হবে।
তবেই না উঠে দাঁড়াও!
রোকসানা খন্দকার রুকু
প্রদীপ আমার কবিতার টিনের কৌটো হলো বা পাশে থাকা মন। যা হঠাৎই নড়েচড়ে ওঠে। অশেষ কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যে 🥰
রিতু জাহান
এইযে মেয়ে,, এতো সুন্দর লেখার ফোয়ারা ফুটছে যে!
ব্যপার স্যাপার কি শুনি!
আসলেই কি ভালবাসা কোনো বস্তু!
ওর কেনো প্রাণ নেই?
আমার যে প্রাণ চাই,
স্মৃতির ভান্ডারে কি শুধুই অবহেলা, অবজ্ঞা?
এতোটুকু কি প্রেম ছিলো না?
ছিলো তো,, আমার জন্য তার উৎকন্ঠা ছিলো তো অনেক।
তীব্র টানে ছুটে আসতো তো,, জোয়ারে যেমন ফুলে ফেঁপে ওঠে ভাটির মরা নদী তেমনি তো সেও এসে প্রাণ দিতো, আমি হেসে উঠতাম,
আমি তো ছিলাম তার কোথাও,, তবে কেনো হলো এমনটা!