এই বেশ আছি

রোকসানা খন্দকার রুকু ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ০৯:১৬:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

অস্বস্তিগুলো কেমন চারপাশ ঘিরে থাকে,
পাছে তোমার সাথে দেখা হয়ে যায়।
জানি, তোমার কিছুই হবে না,
শুধু আমার টিনের কৌটো খুঁলে বসবে তার পুরোনো বাক্স পেটরাদের।
যেখানে রাখা ভালোবাসা নামক অজস্র অবহেলা।
চাই আর কখনোই দেখা না হোক তোমার সাথে!
কারণ এই বেশ আছি তোমাকে ছাড়া,
আমাকে একা করতে চেয়েছিলে সেই আমি একা নই মোটেও।

টিকটিকিগুলো বেশ নাদুসনুদুস হয়েছে, ধরতে গেলেই লেজের ভেংচি দেয়,
ফেলে না যাওয়া সিলিং ফ্যান অনবরত বনবন করে বলে শেষ বলে কিছু নেই,
কফির মগ নির্দিধায় ঠোঁটে উঠে আসতেও বিরক্ত হয় না,
শীত শীত ধোয়া সকালের ওম দিতে এতটুকুও কার্পণ্য নেই,
অলস দুপুরের আবেদনময়ী আহ্বান বলছে তার সাথে যতো ইচ্ছে আলস্য কাটাতে,
ঘরে ফেরা পাখি বিকেল বলছে কিচিরমিচির নাও যতোটুকু নিতে মন চায়।
সন্ধেটা গিটার হাতে বারান্দায় বসে থাকে টুংটাং শোনাবে বলে।

অথচ কি বোকা আমি, এতোকিছু ছেড়ে
রোজ তোমার ভালোবাসা নামক বস্তুটি পাবার আশায় পরতাম অবজ্ঞা, অপমানের শেকল।
তাই আজও মনের কোণের কুনোব্যঙ সুযোগ পেলেই দিব্যি ছানা দেয়।

আর ঘরের কোণের কুনোব্যাঙ ছানা দিয়ে দিব্যি পোকামাকড় খেতে খেতে পোনাদের দেখিয়ে দেয়,
দেখো, এরা নাকি শ্রেষ্ঠ কিন্তু কি অসহায়!
আমাদের মতো জীবন থেকে ভাগ নিতে শেখেনি,
কেউ ছেড়ে গেলেই নাকি একা হয়!
অথচ আমরা বলি, বারবার বাঁচতে শেখো জীবন!
প্রতারক পাশে থাকে না, ও কেড়ে নেবার জন্যই আসে!

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ