প্রথম বাবা হবার অনুভূতি আসলে প্রকাশ করার মত ভাষা থাকেনা অনেকেরই । আমারও নেই। ওকে দেখার পরে অসীম এক আনন্দে বুক ভরে গিয়েছিল , ও আমার সন্তান , আমি ওর বাবা । আমি আজ থেকে বাবা হয়ে গিয়েছি । আমারই রক্ত বইছে ওর শরীরে - এমনি অনেক কথা মনে এসেছিল ।
ওর অস্তিত্ব যখন প্রথম অনুভুত হয়েছিল , জন্মপুর্ব ওর আবাস স্থলে হাত দিয়ে , কান পেতে শুনতে চেয়েছি কি বলে সে । হাত পা ছোড়াছুড়ি দেখেছি ফুলে ওঠা আবাসস্থলে । হেসেছি অনেক তা দেখে । আসছে সে আসছে , গর্বিত হয়ে ভেবেছি ।
হাসপাতালের পরিচিত নার্স ছুটে এসে জানান দিল , ছেলের বাবা হয়েছেন আপনি । শুনেই বিশাল মুখের হাসি আমার । কখন দেখবো আমার ছেলেকে , অস্থির হয়ে যাই । প্রতিটি সেকেন্ড মনে হচ্ছে এক এক দিনের সমান । কিছুক্ষন পরেই তোয়ালে জড়ানো লালছে উজ্জ্বল মুখের এত্তটুকুন ছেলেকে দেখি আমার । আহা সেকি আনন্দ , সুখ , তৃপ্তি 🙂
আজ আমার বড় ছেলে আকীব ইকরাম এর জন্মদিন ।
শুভ জন্মদিন বেটা ।
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
শুভ জন্মদিন আকিব এবং বাবা জিসান ভাইয়া…
অনেক অনেক বড় হও… -{@
জিসান শা ইকরাম
ধন্যবাদ শুন্য
নীহারিকা
শুভ জন্মদিন বড় বাবা। অনেক বড় হও।
জিসান শা ইকরাম
ধন্যবাদ , নীহারিকা
মা মাটি দেশ
পিতা পুত্রকে জম্মদিনের শূভেচ্ছা।সত্যি প্রথম বাবা হওয়ার এক বিরল অনুভূতি। -{@ ভাইছতার জন্য দোয়া রইল সে অনেক বড় হবে। (y) -{@
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ ভাই
ছাইরাছ হেলাল
আকিব কে অনেক অনেক শুভেচ্ছা তার জন্মদিনে ।
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ হেলাল
মোঃ মজিবর রহমান
আকিবকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের,
আর তাঁর বাবাকে অভিনন্দন।
শুভকামনা রইল।
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাই , শুভকামনা
রাতুল
শুভ জন্মদিন আকীব ইকরাম -{@
জিসান শা ইকরাম
ধন্যবাদ রাতুল , শুভকামনা
ফাহিমা কানিজ লাভা
বাপকা বেটাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। -{@
জিসান শা ইকরাম
ধন্যবাদ লাভা, , শুভকামনা
আমার মন
একদিন আমরাও হবো। :v :p
নাজমুল আহসান
😀