
উল্টোরথ
পুরোটা দেশে ছেয়ে গেছে আজব মানুষের কারবারে,
বিচার করবে কে রে ভাই যাবো কোন দরবারে?
মানুষগুলো সব উল্টো চলে পশুর মতো চালচলন,
নিজের দোষ ঢেকে রেখে অন্যের খুঁত খুঁজতে তার বিচরণ।
নিয়মগুলো আজ বড্ড গোলমেলে চিন্তায় ঘুরে মাথা,
মরিচীকা চোখের সামনে লাগে চোখে ধাঁধা।
ছোটোবেলায় আদর্শলিপির পাতায় যা শিখেছি সব কি তবে ভুল?
সমস্যার সমাধানে টেনে বের করতে হবে মূল।
অনিয়মটায় আজ নিয়মে দাড়িয়েছে বলতে গেলে চোখ রাঙায়,
নিজের ছায়ায় আজ নিজের চোখে চোখ রেখে মুখ ভেঙচায়।
ছোটরা আজ বুড়োর টুটি চেপে কথা বলে তারস্বরে,
এই দৃশ্য চোখে দেখেও প্রতিবাদের বদলে সকলে অন্য রাস্তা ধরে।
আগে যা জানতাম আদর্শ বলে এখন দেখি সেগুলো হাস্যকর,
বেশি বুঝাতে গেলে সকলে তারস্বরে চেচিয়ে বলে ধর বেটার ঘাড়ে ধর।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাস্তব কথা সুন্দর বলেছেন কবি আপা
ভাল থাকবেন———
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ, শুভকামনা
মোঃ মজিবর রহমান
বাল্যশিক্ষা ভুইলা যান আদব না শিখার জন্য চড় থাপ্পর খাই নাই এমন পুলা কমই আছে। এখন বেয়াদব, অপথে আয় বাবামায়ের শতজনমের ইচ্ছে মনে হই।
হালিমা আক্তার
সব অনিয়ম এখন নিয়ম হয়ে গেছে। শুভ কামনা রইলো।
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ দোস্ত
বোরহানুল ইসলাম লিটন
সভ্যতার চরম বিপর্যয়।
শুভ কামনা রইল!
রোকসানা খন্দকার রুকু
একদম দারুন বলেছেন। গ্রাম্য কথন আছে- নিজের পাছায় গু রেখে অন্যেরটা খোঁজে।
শুভকামনা অবিরাম।
ফারজানা তৈয়ূব
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপা।
হালিম নজরুল
অন্ত্যমিল দিয়ে লেখার সুন্দর প্রচেষ্টা।
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ