আষাঢ়

আলমগীর সরকার লিটন ১৫ জুন ২০২১, মঙ্গলবার, ১১:৩৩:০৫পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

কবিতার ভাব মুখর আজ মৃত প্রায়!

চোখের কালোকেশি মেঘে আষাঢ়ের ঘনঘাটা-
অথচ কবিতার চঞ্চলতা নেই- আকাশে ঘুড়িও নেই;
কদম ফুলের মিষ্টি হাসি ছড়িয়ে গেলো কোথাও?
বিস্মৃতির পথে, রক্তাক্ত কাটায় থুবরে খেয়েছে।
অতঃপর আষাঢ়ের গায়ে জ্বর সর্দি হলেই বা কি?
শ্রাবণ তো  প্রস্ত্তত, এক গলা উঠন কিংবা ভরা নদী-
শুধু একদিন জানবে আষাঢ়ের ক্যাকা ছিল প্রণয়;
এভাবেই আষাঢ় শ্রাবণ আসবে বুঝি- তবুও একটা
রসাল ভাবের মৃত কোন হয় না আষাঢ়।
০১ আষাঢ় ১৪২৮, ১৫ জুন ২১
---------------------------------

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ