আমাদের চলে যাওয়া

সিকদার সাদ রহমান ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১০:৩৭:০২অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

 

একদিন আমরাও চলে যাবো

পত্রিকায় ছাপবে না খবর।

কোন সভায় হবে না স্মরণ।

 

পাড়া মহল্লায় হবে না মাতম

মসজিদের শোক সংবাদে

বিরক্ত হবেন কাঁচা ঘুম ভেংগে যাওয়া কেউ!

 

আমাদের চলে যাওয়া মানে শুধুই প্রস্থান

কাছের লোকের সাময়িক কান্না শেষে

ঘরভর্তি লোকের হবে বিশেষ আয়োজন।

 

এসেছি তাই চলে যাবো

রেখে যাইনি কিছু

কে রাখবে? কেন রাখবে মনে?

বলবে না লোকে

বড্ড ভালো লোক আমার পিছু পিছু।

 

অসাধারণ সুরে ধরায় এসে

সাধারণ হয়েই যাই।

মৃত্যুর পরে ওপারে দেখবো

এপারে কিছুই নাই।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ