আমরা

শুন্য শুন্যালয় ২৫ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ০৫:১৩:২০অপরাহ্ন একান্ত অনুভূতি, ছবিব্লগ ৩৯ মন্তব্য

জাপটে ধরা বুড়ো বৃক্ষের আগল ছাড়িয়ে বহু কষ্ট, আধা কষ্টে, ঝাটা-কুলার সমাদরে তকতকে প্রশস্ত একটা উঠান হলো। কেঁটে ফেলা গাছের মাচা, পাতা পুড়লো উনুনে। ধারাপাতের বৃক্ষরা কেঁদেকেঁটে জম্পেস অভিশাপ দিতে দিতে কোথায় যেন হারিয়ে গেলো। একা একারাই।

এখানে উনুন পেতে বেশ আড্ডা জমলো, শীতের পিঠে, ভোর, জোনাক, আমি ও আমরা মিলে। সন্যাস, বিষ, এর ওর গায়ে হুটোপুটি, বটবৃক্ষের নীচে গানের আসর ইত্যাদির নাটক শেষ হতে হতে আমাদের গায়ে গায়ে জড়ালো বিচ্ছিন্ন কাঁচা অভিনয়। সময়ের সিঁড়িতে পা ফেলে একে একে ফিরে এলো বুনো বৃক্ষরা, ছেড়া আলোরা, গাছের খোলে আটকে পড়া শব্দরা, ঝরনার আদলে খাঁচার সমুদ্ররা। আমাদের শহুরে ঘর, উঠান জাপটে নিলো তাদের লকলকে ফ্যাকাশে সবুজের শিকড়ে।

আর আমরা? গাছের ধার ঘেষে এক একটি জানালা হলাম। নির্বাক ও আলো-অন্ধকারে একা,

 

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ