আবার ডুইব্বি চাটগাঁ শঅর !
হার হবর হনে লঅর !
চাটগাঁর বাপ ঘুম যার !
চেয়ারের খুডা শক্ত হঅর !
নালাত পরি মানুষ মরের !
হারো হেয়াইনত দুঃখ নাই।
তাঁর যে ভাই হায়াৎ নাই !
মরণ বাঁচন আল্লাহ্‌র হাতত।
তাঁর এডইল্লা আছিল মউত।
বৃষ্টি হইলে পানি জমিবু।
শঅরত তাইলে হষ্ট হরন পরিবু।
সুখে থাইলে ভুতে কিলায়!
শঅর পানিত ডুবিলে গ্রামের মজা লায়!
বিনা পইসায় মজা লুডি লও।
চাটগাঁ শঅরত নেতা নাই ভালা মত বুজি লও।
( বুঝার সুবিধার্থে — “চাটগাঁ শহর আবার  পানিতে ডুবেছে।
কেউ কারো খবর নিচ্ছে না।
নগরপিতা ঘুমুচ্ছেন।
তাঁর ক্ষমতার খুঁটি শক্ত হচ্ছে।
নালায় পড়ে মানুষ মরছে।
তাতে কারো দুঃখ নেই।
তাঁর বেঁচে থাকার হায়াত নাই।
জীবন মরণ আল্লাহ্‌র হাতে।
এভাবেই তাঁর মৃত্যু লেখা ছিল।
বৃষ্টি হলে পানি জমবেই।
শহরে থাকতে হলে কষ্ট স্বীকার করতে হবে।
সুখে থাকলে ভুতে মারে।
শহর ডুবলে গ্রামের মজা বা আমেজ পাওয়া যায়।
বিনা টাকায় মজা বা আমোদ লুটে নাও।
চাটগা শহরে যে কোনো নেতা নেই তা ভালো করে বুজে নাও”। )।

 

৪১১জন ২৯৩জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ