
ঠাকুরমার মুখে ভূতের গল্প শুনে রাঘবের ভুত ধরার নেশা ছোটবেলা থেকে। সেজন্য অনেক ভূতের গল্প পড়ে মগজও পাকিয়েছে। দুই বন্ধু পি এইচ ডি করার আশায় আনন্দপুর গ্রামে গেলো কারণ গ্রামটিতে বড় বড় দালান আর বেশ পুরানো আমলের গাছে গাছে চলে ভূতুড়ে সব কাণ্ড। বিনুর উদ্দীপনা নেই কিন্তু আতঙ্ক আছে। বিনু ভাবে ঘুমালেই ভূত গলা চেপে ধরবে। আর ওদিকে রাঘব রাত তিনটায় বারান্দায় বসে থাকে ভূত ধরবে বলে। আমার তো গা ছম ছম করছে। আপনাদের কী অবস্থা? একবার তো বিনু তেঁতুল গাছে প্রস্রাব করে , দিলো কাণ্ড বাধিয়ে। চুপি চুপি বলি, ভূত কিন্তু তেঁতুল গাছে বেশি থাকে। হা হা।
ভূত কি আদৌ আছে? যারা বিশ্বাস করে, তাদের মনের ভূতই খায়। তাহলে ভৌতিক গল্প তৈরি হয় কেমনে? হিন্দুরা ভূত পূজো করে। আর মুসলিমরা ঝাড়ফুঁক দেয় মৌলভী ডেকে।
এদিকে বাগান বাড়িতে কালো বিড়ালের উপস্থিতি নতুন করে রহস্যের জাল বোনে। আবার শোনা যায়, আফ্রিকান ভূতের স্বর্গরাজ্য এই আনন্দপুর। ওখানে ভূতের মাথাও পাওয়া যায়।
আমার কথা বিশ্বাস না হলে ; ব্লগার প্রদীপ চক্রবর্তীর " আনন্দপুরে ভূতের কাণ্ড " বইটিতে চোখ বুলিয়ে আসতে পারেন। এক নিঃশ্বাসে পড়ার মতো বই এবং ছোটদের উপযোগি করে লিখে, লেখক কারিশমা দেখিয়েছেন চমৎকারভাবে। বইটি সংগ্রহে রাখার মতো। তার লেখনির একটা বড় গুণ হলো দৃশ্যপটের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। মনে হবে, আপনি আনন্দপুরেই আছেন। আর নামকরণও যথার্থ হয়েছে। ভৌতিক ভৌতিক গন্ধ।
রাঘব আর বিনু কি সত্যিই ভূতের দেখা পেলো? এটা জানতে বইটি পড়ে রহস্য উদঘাটন করতে হবে।
★★ ভৌতিক গল্প : আনন্দপুরে ভূতের কাণ্ড
লেখক : ব্লগার প্রদীপ চক্রবর্তী
প্রথম প্রকাশ : বইমেলা ২০২১
প্রকাশনী : মাছরাঙা প্রকাশন
প্রচ্ছদ : সজীব সেন
মূল্য : ১৫০ টাকা
অনলাইন প্রাপ্তি : রকমারি ডট কম।
সোনেলা ব্লগের পক্ষ থেকে আমি তার সাফল্য কামনা করছি। তার কলম চলুক দুর্বার গতিতে। আর তিনি আলো ছড়িয়ে যাক সাহিত্যের পাতায় আপন গতিতে।
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সুন্দর বুক রিভিউ মুক্তা আপু।
ব্লগার প্রদীপ চক্রবর্তী খুব ভালো গল্পও লেখেন। আনন্দপুর যেতেই হবে ভুতের কান্ড দেখতে সব ব্লগার মিলে চলে যান।
বইটির সাফল্য আমিও কামনা করছি।
শুভেচ্ছা আপনাকে।
আরজু মুক্তা
তাহলে মন্দ হতো না। ভূতের আড্ডায় সময় ভালোই কাটবে।
পড়ার জন্য ধন্যবাদ। আর প্রথম কমেন্টের জন্য থাকলো গোলাপের ফুলঝুড়ি।
শুভ কামনা ভাই
মোঃ মজিবর রহমান
আপনার প্রতিও রইল এক গুচ্ছ রজনী গন্ধার শুভেচ্ছা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
সাধুবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
আমাদের কেউ লিখেছেন এটি জেনে ভালো লাগছে,
আপনাকেও ধন্যবাদ আমাদের জানানোর জন্য।
ভূতের গল্প বা মুভি(ব্যাতিক্রম ছাড়া) আমি পড়িনি/দেখিনি, ভাবছি হাতে খড়ি নেব কী না!!
আরজু মুক্তা
আমার আবার ভয়ডর কম। মাঝে মাঝে দেখি। কি কি দেখলেন/ পড়লেন, শেয়ার করিয়েন।
শুভ কামনা ভাই। আর ধন্যবাদ অশেষ।
প্রদীপ চক্রবর্তী
এ ভূত দেখাও যায়না ধরাও যায়না।
আবার কাউকে পেলে ছাড়েও না!
.
গল্পে আমন্ত্রণ রইলো, দাদা।
শুভেচ্ছা নেবেন।
মনির হোসেন মমি
প্রদীপের লেখার মানের গ্যারান্টি প্রথম বই প্রকাশিত তার পর্বতকন্যার ইতিকথা পেয়েছি।তাছড়া ব্লগে লেখা তার প্রতিটি পোষ্টই শব্দের সুন্দর বিন্যাস যা একজন পাঠককে সহজেই টানে।
বইটি সংগ্রহ করব।
আরজু মুক্তা
একদম ভাই। তার লেখা পড়লেই মন ভরে যায়।
ধন্যবাদ পড়ার জন্য।
শুভ কামনা সবসময়
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি ধন্য,দাদা।
সাধুবাদ জানাই।
রোকসানা খন্দকার রুকু
হ্যা এই বইয়ের কথা জানি। আমার ভূত ভালো লাগে। কিনতে হবে।
‘ তার লেখনির একটা বড় গুণ হলো দৃশ্যপটের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা’ – এটা বরাবর তার লেখায় পাওয়া যায়।।
আপনার বুক রিভিউয়ে কেমন যেন বই পড়ার লোভ লাগে। কিছু ইংরেজি বুক রিভিউ দিলে ভালো হতো, পড়তাম।
শুভ কামনা সবসময়!!!
প্রদীপ চক্রবর্তী
বেশ!
ধন্য হলাম, দিদি।
ভালো থাকুন।
প্রদীপ চক্রবর্তী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর করে বুক রিভিউ দেওয়ার জন্য,দিদি।
একজন লেখক হয়ে লিখছি না গল্পটা।
একজন পাঠক হয়ে গল্পটা লিখেছি!
লিখতে হলে পাঠক হতে হয় না হলে এ লেখা বৃথা।
লিখতে পারবে তা হবে জগাখিচুড়ি।
বইটি আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো পাঠকপ্রিয়তা লাভ করেছে।
জানি আমি এখনো লেখার জগতে পরিপূর্ণ হতে পারিনি।
কিন্তু আপনাদের যে অনুপ্রেরণা ও ভালোবাসা পেয়েছি তাতে নিজেকে ধন্য মনে করি।
আপনারা পাশে আছেন বলে লিখতে অনুপ্রেরণা পাই।
.
আরজু মুক্তা
আসলেই পাঠক হতে হয়।
ভালোবাসা জানবেন
তৌহিদুল ইসলাম
বইটির কিছু অংশ ব্লগেই পড়েছি। অগ্রিম পেমেন্ট দিয়ে লেখককে বইয়ের কথা বলেছিলাম, হয়তো পাঠাবেন। তারপরে পুরোটা পড়বো। ব্লগার প্রদীপের লেখা ভালো লাগে আমার।
শুভকামনা রইলো।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
তৌহিদুল ইসলাম
যদিও লেখক টাকা নিতে চায় নি কিন্ত আমার বইটা চাই।
প্রদীপ চক্রবর্তী
শিঘ্রই পাঠিয়ে দেবো বই, দাদা ।
পরিস্থিতি একটু স্বাভাবিক হোক।
ভালো থাকুন অনেক।
তৌহিদুল ইসলাম
ধন্যবাদ দাদা।
সাবিনা ইয়াসমিন
অপেক্ষায় আছি বই হাতে নেয়ার।
তারপর আমিও কিছু বলবোনে 🙂
আপনার বুক রিভিউ পড়ে অপেক্ষাটা আরও তীব্র হচ্ছে, দেখা যাক।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
আচ্ছা, নাকি সুরে বললাম ওকে ওকে।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
শিঘ্রই পেয়ে যাবেন বই।
ভালো থাকুন, দিদি।