
দুই বছরের সম্পর্ক থেকে, এই কয়েকমাসে একটা ছেলে তোমার এমন আপন হয়ে গেল?যাকে আমি বল্ক করার পর তুমি বল্ক ছুটালে।
দুই বছরের সম্পর্ক মানুষটা থেকে, এই কয়েকমাসে পরিচয়ে একটা ছেলেটা তোমার এত বিশ্বাসী হয়ে উঠল?
দুইবছরের সম্পর্ক মানুষটা থেকে,অন্য একটা ছেলে তোমার এত ঘনিষ্ঠ হয়ে গেল?
কয়েকমাসে পরিচয়ে একটা ছেলে জন্য,২বছরের সম্পর্কে জড়িয়ে থাকা মানুষটির মরা মা কে গালি দিতে পারলে?
কতটা ক্লোজ হলে? একটা ছেলের জন্য ২বছরে সম্পর্ক মানুষটাকে গালি দিতে তোমার দ্বিধাবোধ করল না?
২বছরে সম্পর্ক জড়িয়ে থাকা মানুষটিকে তুমি বল্ক করতে পারও?তাও কয়েকমাসে একটা ছেলে জন্য?
একটা ছেলে কতটা ক্লোজ হলে?সে ছেলে অঙ্গ পতঙ্গ হতে সব কথা তোমাকে বলতে পারে?
কয়েকমাসে পরিচয়ে একটা ছেলে কতটা ক্লোজ হলে?২বছরে সম্পর্ক কে অবহেলা ঘৃণা করতে পারে?
কয়েকমাসে পরিচয়ে একটা ছেলে জন্য,সামাজিক যোগাযোগে তোমার ছবি দিতে পারও?তাও ২বছরে সম্পর্ক মানুষটিকে বল্ক করে।
আসলে ভালোবাসা কি রং পাল্টায়? নাকি বেঈমান মানুষগুলো রুপ পাল্টায়?
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার অনুভূতি কবি দা
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ দাদা
ফয়জুল মহী
সুন্দর , মনোরম আপনার ভাবনা ।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ দাদা
সাবিনা ইয়াসমিন
আপনি কারো পোস্টে যেতে পারেন না, ঠিক আছে কিন্তু নীতিমালাটা অন্তত পড়ুন প্লিজ। ২৪ ঘন্টা না পেরোতেই আবার পোস্ট দিলেন। এক পোস্ট হতে অন্য পোস্টের মাঝে ২৪ ঘন্টা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর মানে হলো আপনি প্রতিদিন নয়, প্রতি ২৪ ঘন্টায় একটি করে পোস্ট দিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ
আরজু মুক্তা
ব্লক হবে বানানটা।
অন্যদের লেখাও পড়েন। মন্তব্য করেন
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ আপু
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা। শুভ সকাল।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ আপু
উর্বশী
সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ আপু