একার কথা

শুন্য শুন্যালয় ৩০ নভেম্বর ২০১৫, সোমবার, ০৫:৫৭:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৩ মন্তব্য

IMG_6084 (3) []
একা হতে চেয়েছি খুঁটে খুঁটে অস্পষ্টতায়, ভাবিনি, ভাবতেও চাইনি
হতে চাইতে নয়, একা হয়েই যায় কেউ কেউ,
সুন্দর সুহাস্র বদনের হাসিটুকুতে হাসিই দেখেছি
মনের ভেজাল, মিশ্র অশুদ্ধতা এড়িয়ে।
অবোধ্য হিরণ্ময়ী তুমি নিশুত,
কবে কোন পথে এলে? এলে বুঝি অন্ধকার হতে? আরো আরো?
নির্জনতার এই শহরে নিত্য ডুবে বিকেলসন্ধ্যা, এমন কী নিশুত ও।
তবুও এলো আলো আবারো, এলো মহামায়া।
এতদিন কোথায় ছিলে?
চোরাপথের এই বাঁশি কত যে শুনেছি, না শোনার ভান করে,
ছুঁয়েই তো দিয়েছ, এবারে নেবে তো ওই যে সাঁকো গড়ানো জ্বলজ্বলে জলে?
কী এক ছায়া দেখি! বন্ধ বা খুলে রাখা চোখে!
নিশুত? তুমি ই তো চেয়েছ এমন, তাই আজ ও
এক পেয়ালা বিষ হাসিমুখেই চুমুকে নিলাম, নেবো ও।

0 Shares

৫৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ