নির্ঘুম শব্দেরা

ছাইরাছ হেলাল ২৮ আগস্ট ২০২১, শনিবার, ০৩:৫৭:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

পথ চলতে চলতে নামি নামি সন্ধ্যায়, জল প্রপাতের শব্দে থমকে গেলাম,
শীষ দেয়া উড়াল পাখি, গাছের চূড়ায় ভেসে থাকা সরু চাঁদ;
শতচ্ছিন্ন দিগন্তে আকাশের ফাঁদে আটকে পড়া উজ্জ্বল শরৎ মেঘের দীর্ঘশ্বাস;
এই বুঝি অঝোরে কেঁদে ফেলবে।

শরতের উষ্ণ শাসনের প্রমত্ত একঘেয়েমিতে স্বপ্ন পরাভব লুকিয়ে ফেলে
প্রস্থান করি এ-বেলায়;

ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তহীন সময়ের প্রান্ত রেখায় দেখি, এক সমুদ্র যন্ত্রণার ছায়াতল,
গেঁথে আছে অবিমিশ্র সীমাহীন চিৎকার চেঁচামেচি, ক্ষুধা দারিদ্র্য, সমৃদ্ধি সহ;
নৈঃশব্দের বিশ্বাস অবিশ্বাস, নিরন্তর অস্তময়তা;

সন্তানসম্ভবা স্বপ্নগুলো অগোছালো চিত্রকল্পের মত নিরাভরণ হতে হতে
দীর্ঘশ্বাস ফেলে, কখন একটু নিদ্রায় আর্দ্র হবে;

প্রত্ন-শব্দগুলো প্রতিনিয়ত দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, চমৎকার ভালবাসা-বাসির অপেক্ষায়;
ফুলেদের মৌ মৌ গন্ধ-স্পর্শে;

বিষণ্ণ পাথর দেয়ালের আলিঙ্গন বিস্মৃত হয়-ই-না,
কাতর শব্দেরা শুধুই নিষ্ফল কবিতার মত দৃষ্টি মেলে নির্ঘুমে থাকে;

গান ও ছবি নেটের।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ