স্বপ্নের ঝর্ণা

ছাইরাছ হেলাল ৯ জুলাই ২০২১, শুক্রবার, ০৬:৫৫:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

এক পশলা ধূসর বৃষ্টির বাঁকে
বৃষ্টিস্নাত হতে হতে ঘর্মাক্ত দেহ
নতজানু হয় বারে বারে, বিষণ্ণ/ বিষর্ম
অসহায়তায় উদভ্রান্ত-ও হয়, দীর্ঘ-দিন দীর্ঘ-রাত্রিতে,
অধরা স্বপ্ন গুলো পিছলে পিছলে যায় ঝরে পরবে বলে;

মৌন সন্ন্যাসীর ভাবনার মত অমরাবতীর
দারুণ সব ঝর্ণা/ প্রস্রবণ শুধুই জাল বোনে
স্বপ্নের মাকড়শা হয়ে;

পেত্নীদের মত আহ্লাদী হাত বাড়ায়, চমকের
হাস্যোজ্জ্বল সৌরভ পোশাকে হতবিহ্বল করে,
চিমটি কেটে দেবে সুগভীর নখরে, সবার অলক্ষে;

উদ্ভাসিত সৌন্দর্যে মুহূর্তের অখণ্ড রঙ ছড়িয়ে
ঝলমলে আলোর স্বস্তি-বৃষ্টি আসবেই, স্বতঃ প্রণোদিতে।

ছবি নেটের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ