আলোফোটা ভোর

ছাইরাছ হেলাল ২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৫:৪৭:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

ঘুমের ঘোরে ঘুমিয়ে পড়ে জেগেছিলাম গভীরের মধ্য-রাতে,
যেন দূর বহুদূর থেকে ধেয়ে আসছে ঢেউয়ে ঢেউয়ে
অজস্র অগুনতি বিষণ্ণেরা;

এ যেন বিবস্ত্রতার আহাজারি, শোক সন্তপ্ততা!
আমি কী জেগে আছি? আমি কী ঘুমিয়ে আছি?
জেগে/ঘুমিয়ে স্বপ্ন দেখছি? স্বপ্নেরা কী ঘুমে তলিয়ে যাচ্ছে!
না-কী ঘুমেরা স্বপ্ন দেখছে!
বিষাদ-জীবনে বিষণ্ণতার জলছাপে
বিষকনাগুলো জেগে আছে, জীবনের পরতে পরতে;

ঘুমের জাগরণে,
আড়াল আবডাল-হীন আলোফোটা ভোর
আজানের সুরে উড়াল দিচ্ছে, জল-উচ্ছ্বাস-জীবনে,
সোনা-রূপোয় ধুইয়ে;

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ