অনুভবে বসন্ত

প্রদীপ চক্রবর্তী ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৬:৩০:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

দুপরের এ বিষণ্ণ খাঁ খাঁ রোদে পাখিরা ছায়া খুঁজে।
নৈশব্দের মতো পাহাড়ের গা বেয়ে নামে ঝর্ণা।
বসন্ত আসতে না আসতে সবুজাভ পাহাড় জুড়ে শুকনো পাতার মরসুম।

লালমাটির বুক ছুঁয়ে হরিরলুটের মতো ঝরে পড়ে আছে অজস্র শুকনো পাতা।
শিমুল ফুটে গিয়েছে।
পলাশ সবেমাত্র রঙ ধরেছে।

বসন্ত পঞ্চমী আসতে ঢের দেরী হলেও বিনুদের পুকুর পাড়ের গাছে অজস্র কুল এসেছে।
রোজই এসে কাঠবিড়ালি খেয়ে যায়।
আমরা ইচ্ছে করলে তা আর খেতে পারিনা।

নির্জন দুপুরের রোদেলা আলোতে,
দূর হতে একে একে বাতাসের সঙ্গে ভেসে আসে কাঞ্চন ফুলের মোহনীয় সুগন্ধি।
সে গন্ধের সুগন্ধিতে কেবল মাতাল করা মাদকীয় ঘ্রাণ।

রোদেলা দুপুরে শতবর্ষের প্রাচীন ইমারতের কারুকার্যে আলতো রাঙা পায়ের পদচিহ্ন রেখে উদাসী বালিকা ছুটে চলে পলাশ ফুলের গন্ধ নেবে বলে।
কিন্তু এ পাড়ায় এখনো বসন্ত আসতে যে বেশ কয়েক প্রহর বাকি।

বসন্ত আসলে প্রত্যেক প্রেমিক প্রকৃতি হয়ে যায়।
ওরা প্রকৃতিতে বসন্তের গন্ধ গায়ে মাখে।
সে গন্ধে তারা কবিতা লেখে।
কাব্যপাঠে নেয় জলকেলি বন রাজহংসের উষ্ণ ডানার নির্যাস গন্ধ।

আমরাও প্রহর গুনি প্রকৃতির বুকে নেমে আসুক বসন্তের মরসুম।
তোমার চুলের খোঁপায় প্রস্ফুটিত হয়ে উঠুক,
রক্তরাঙা বসন্তের পলাশ।

তুমি তো জানো না,
নক্ষত্র নিয়ন্ত্রিত নীলাকাশের বুকে এখনো বসন্ত আসেনি।
কেবল অনুভব ছাড়া।

.

ছবিঃ সংগৃহীত।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ