তুমিতেই তুমি নেই

কামরুল ইসলাম ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ০৮:৩৭:২৯অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

( সোনেলা ব্লগে এক বছর পূর্তি আমার, সকল বন্ধুদের অভিনন্দন )

 

কবিতার তুমিকে খোঁজতে  গিয়ে আমি

ঘুরে এলাম হিমালয়ের প্রান্তর

তুমিতেই তুমি নেই, ধুসর মন্থর

স্টোন ফরেস্টের চুঁড়ায় চোখ রাখি

ধবল ঝাউ গাছের ন্যায় বর্নীল

মনের গহীনে প্রকৃতি জাগে

প্রাকৃতিক রীতি ধারায়, হিম আবরণে

তুমি হীন গাঁথা গল্পে ।

দুর হতে ভেসে আসে ঢেউ

চুমে যায় বালি মাখা তীরে

আলপনা মুছে যায়,  জলের গভীরে

সেথায়ও খুঁজে ফিরে এসেছি

পাইনি দর্শন,  তুমি কোথায় ???

 

ঝরা শিউলির গল্পে, গেঁথেছি মালা

এক রজনীর স্মৃতিতে, তোমাকে খুঁজে পেতে

বিলীন হয়েছি প্রতিনিয়ত,, ভোরের আলোতে

তবুও পাইনি তোমাকে,  মরিচিকার বাহিরে ।

তুমি বড়োই তুমিময়, অন্তরে অন্তস্থলে

চিন্তায় চেতনায়,  অদৃশ্য মহলে

কবিতায়, উপমায়  সীমাবদ্ধ আদলে

তুমি হতেই তুমি থাকো আড়ালে ।।

 

রচনা কাল ঃ ১৩/১০/২০

ঢাকা

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ