বিদগ্ধ অন্তর

অনন্য অর্ণব ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ০৮:১৫:১১অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

বুকের বামপাশটায় দুমড়ে মুচড়ে খেলা করে এক রত্তি সোনালি স্বপন

আশ্বিনের মাঝামাঝি মাঝরাত্তিরে অতন্দ্র নয়নে -

বাতায়নে বসে একা ভাবি কেন এতো উদাসীন

ছন্নছাড়া বাউন্ডুলে স্বল্পদৈর্ঘ্যের এ জীবন ।।

 

কোন অযুহাত কোন অভিযোগের অখণ্ড তৎপরতায়

বিচ্ছিন্ন প্রোফাগান্ডা আড়ালে করেই

যে নিজস্ব বলয় প্রাচীর তুলেছি গড়ে; আমার চতুর্দিকে

আজ তার সবটুকুই বিলুপ্তির পথে-

শুভ হোক তোমাদের সম্পত্তির প্রলুব্ধ প্রলয়োল্লাস ।।

 

এই ঢিমেতালে কেটে যাওয়া নিরীহ নির্ঝঞ্ঝাট জীবন আমার

জীবনের দুই তৃতীয়াংশ ধরেই সরে ছিলাম,

এক ভয়ানক একাকীত্বের আলখেল্লার অন্তরালে -

কি যাতন কি পীড়ন নিপীড়ন আমার বিদগ্ধ অন্তরে -

জানি আমি, তোমরা সে বুঝবে কি করে ।।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ