করোনা কালের চাঁদ

সুরাইয়া পারভীন ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১১:১৯:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

 

করোনা কালের মধ্যরাত;
আঁধারের দাপট হটিয়ে,
চাঁদের আলোর দখলদাড়ি-
একটু একটু করে বাড়ছে।

গগন জুড়ে যেনো উছলে পড়ছে,
স্নিগ্ধ জ্যোৎস্নার রূপোলী আলো।
দুধ সাদা চাঁদের আলোয়-
আলোয় ছয়লাব চতুর্দিক।
রূপে রঙে মন মাতানো শুভ্র আলো!

চাঁদনী রাত তো এমনই!
মধ্যগগনে চাঁদের রূপোলী আলোয় বন্যা বইছে,
আর তার চারপাশে তারারা মিটিমিটি জ্বলছে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ