বাংলা ও বাঙালী

সঞ্জয় মালাকার ২৭ মার্চ ২০২০, শুক্রবার, ০৭:১৪:৫৭অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

সাধা স্বপ্নগুলো বন্দী,,

পৃথিবী পিপাসার স্বাদে,
মানুষ তার একধাপ আগে,
বাঁচতে চায় সবাই -
কেউ চায়না গো মরতে।
স্ফীত আলোর সুভাষী গন্ধ
চারদেয়ালে বন্দি মৃত্যুর পথে,
খিন্ন দৃষ্টি ছায়াপথ লুকোয়
মানব হীন পথ শূন্য!
সাধা স্বপ্নগুলো বন্দী
বাহিরে যাওয়ার সুবোধ অনুমতি চাচ্ছে ,
কেউ তো দেখিনি, একজনও বলেনি
নীরবতা নেমে এলো বাংলার চোখে!
কে জানে কি হচ্ছে এ-পৃথিবীতে
অনিঃশেষ প্রগারতা নাই বা হলো ষোলআনা,
মানবের ভীরে করোনা লুকিয়ে,
শকুনে শকুনে উচ্চকিত ধ্বনি
কে জানে, কে কোথায় মরছে।
পৃথিবী পিপাসার স্বাদ
সুনিপুণ নিস্তব্ধতা বিবস্ত্র উত্তেজনা আঁতে,
আতংকে আতংকিত গোষ্ঠী সৃষ্টি
আলো হীন পথ শূন্য!

সঞ্জয় মালাকার //

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ