প্রাচীন নগরী পানাম

কামাল উদ্দিন ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৯:১১:৪৭অপরাহ্ন ভ্রমণ ২৯ মন্তব্য


প্রথম বার যখন পানাম নগরে গিয়েছিলাম তখন সেটা ছিল অরক্ষিত পরিত্যক্ত একটা ভুতুরে নগরী। ইতিউতি কিছু লোকজন তুলনা মূলক ভাবে ভালো বাড়িগুলোতে বসবাস করতো, গরু বাধতো বা খড়ের গাদা স্থাপন করতো। এবার অনেক দিন পর গেলাম। টিকেট কাটতে হলো, তবু ভালো লাগলো যে, এই প্রাচীন ইতিহাসকে রক্ষা করার চেষ্টাটা এখন করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর হল পানাম নগর। বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। তো আসুন ঢুকে পড়ি প্রাচীন এই নগরীতে........


(২) টিকেট কেটে ঢোকার পরই এখানকার ইতিহাস লেখা বইটার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে ফেললাম।


(৩/৪) এটা নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক। আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর।


(৫/৬) আলোক স্বল্পতায় ছবিগুলো ভালো তোলা যায়নি।


(৭/৮) ভাঙ্গাচোরা এই বাড়িগুলো শত বছর ধরে টিকে আছে, আর কতটা সময় টিকতে পারবে কে জানে?


(৯) একটা বাড়ির পেছনের দিক থেকে তোলা ছবি।


(১০) প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এমন কূপ।


(১১) কম করে হলেও চারটি লক্ষ্মী পেঁচা মরে পড়ে থাকতে দেখেছি ওখানে। আমার বিশ্বাস কেউ ওদের হত্যা করেছে।


(১২) কাশীনাথ-ভবন এর নাম ফলক বলছে এই ভবনের বয়স ১২০ বছর। আমার পোষ্টের প্রথম ছবিটা কাশীনাথ ভবনের।


(১৩) এটা একটা নাচ ঘরের অভ্যন্তরের ছবি।


(১৪) সজনে ডালে বসে থাকা একটা কাজল পাখি বা বাদামী কসাই।


(১৫) এমন বেশ কিছু বসার আসন রয়েছে যা পর্যটকদের বসার জন্য নতুন ভাবে স্থাপন করা হয়েছে।


(১৬) একটা পুকুরের পাড়ে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম।


(১৭) পুকুরের পাশের বিশাল গাছটা অচেনা, সুতরাং এর ফলকে চেনার তো কোন উপায়ই নাই।


(১৮) সেই গাছে বসে ক্ষণে ক্ষণে ঢেকে উঠছিল একটা চিল।


(১৯) একজন বিদেশী দেখলাম খুব মনোযোগ দিয়ে ছবি তুলছে।


(২০) এই পুলটাও সম্ভবত ঐ সময়কারই। এটা পানাম নগরে ঢোকার বিপরিত পাশে অবস্থিত।

ভ্রমণ ট্যাগ লাগালেও এটা মূলত একটা ছবি ব্লগ, কেউ অন্য কিছু মনে করলে হতাশ হবেন।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ