অভিমানী শব্দ//

বন্যা লিপি ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ০৪:০৫:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

নিয়মের অধরা নিয়নে ছায়া হাতরে ফিরি। প্রবঞ্চনার শরীর বড্ড বাড় বাড়ন্ত। নিয়মের শেকল হোক..
হোক সে বিনি সুতোর মালা!!
সেখানে নেই আত্মসত্তার ছায়া।
স্ব-ইচ্ছায় চলুক তীক্ষ্ণ অসি সম মসির আপন গতি। বক্র বাক্যের শীতল অথবা অগ্নি ধোঁয়ায় ভরা থাকুক আপন পৃষ্ঠার পাদপীঠ। তবু নিয়মের ছায়ায় যাবোনা খুঁজতে মনি রত্নের ভীত।

আপন বোধের রাজ্য এখানে।
রাজাও আপন ছায়া।
প্রহরীর নিমিত্তে জেগে থাকা একা।
হয়তো ফুল নয়তো কাঁটা।

স্ব-ইচ্ছায় চলুক তীক্ষ্ণ ফলার অসি সম মসির গতি।
পাওয়া কিংবা না পাওয়ার প্রাপ্তি -প্রাপ্যের চালুনি ফুটো থাকুক আপন খেয়ালে।

নিয়মের ছাঁচে উধাও হোক বরাবরই
অধরা নিয়নের বাতি।
তবু নিয়মের ছায়ায় চাইনা খুঁজতে
মনি রত্নের ভীত।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ