মিথ্যে মায়া \

সঞ্জয় মালাকার ৫ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০২:০৯:০৬পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আজও লিখা হয়নি.....

হয়নি আজও স্বপ্ন লিখা
মিথ্যে রে মোর মায়,
তোর মায়াতে পইরা আমি
হারাই সবি ছাঁয়া....
তুই কেমন করে ভাংলি রে মর
আলো ভালোবাসা!
তোর মায়াতে রইলাম আমি
ওরে সবিতা।

তোর জন্য লিখা ডাইরি...
গল্প কবিতা
তোর জন্য স্বপ্ন লিখা
মায় সবিতা,
তোমার মতই থাকলে তুমি
আমায় চিনলা না!
এখন স্বপ্ন আমার স্বপ্ন হলো
হয়নি কবিতা!

তুই কেমন করে হারিয়ে গেলি
আমায় দিয়ে দুঃখ,
তুই যদি থাকিস ভালো
আমি হবো ধন্য,
তোকে মিথ্যে বাধী,আপরাধী
যাই বলি না কেনো.....
মায়ার কাছে অতীত গুলো
খুঁজে গেলো স্বপ্ন,!

রোজ রাইতে তোর জন্য লিখা কবিতা।
মিথ্যে আমার গল্প লিখা,মিথ্যে সবিতা

তোর জন্য নিয়ম করে রোজ লিখা গান
আজ সব গুলো মিথ্যে হলো,সূরের অবধানা।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ