আগন্তুক

ছাইরাছ হেলাল ৭ নভেম্বর ২০১২, বুধবার, ১০:৫২:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ২৫ মন্তব্য

জ্যোৎস্নায় ছায়া ফেলে উলুক রাত্রি
এ যেন মন্বন্তর আলোর উৎসবে,
যন্ত্রণার অবগুণ্ঠনে রমিতা আমি
রক্ত-গন্ধ হাঁস ফাঁস নিঃশ্বাস ।

রাত্রি এখন নিকষ নিস্তব্ধ নিপাট সাজে
বাদুড়ের ডানার ছায়ায়;
চাঁদের বুড়িটা ছিল যেমন তেমনই আছে এখনও
শুধুই জবুথুবু আরও।

হে শহর --
জড়তায় নুয়ে কেন ?
কেন এ অনুর্বরতা ?

জ্যোৎস্নার আলিঙ্গনে
এখনও কথা বলে তারারা......
ইশারায় চুপিসারে চিৎকারে
বিপুল উৎসাহে ,
জ্বলন্ত চাঁদ জ্বালিয়েছে শূন্য মরুভূমি
ভালোবাসার তরল আগুনে ।

 

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ