পাখি ও পাখি

শুন্য শুন্যালয় ১৪ আগস্ট ২০১৬, রবিবার, ০২:০৯:০৫অপরাহ্ন ছবিব্লগ, সঙ্গীত ৪৯ মন্তব্য

পাখিগুলো খুব ছটফট করছে ল্যাপটপে বসে। অস্থিরতায় আমাকে ছাড়িয়ে। বললাম ছেড়ে দেবো, উড়িয়ে দেবো তোদের সোনেলায়, শর্ত হচ্ছে সবাইকে একটা করে গান শুনিয়ে যেতে হবে। তারা তো সব্বাই এক পায়ে খাঁড়া। হতচ্ছাড়া, স্বার্থপর পাখিগুলো শুধু পাখি নিয়েই গান গাইতে শুরু করলো। চুপ একদম চুপ, ফের যদি এই কর্কশ কন্ঠে আর গান শুনিয়েছিস!! কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে, তারা তখন টিউনের হাইপারে----(জিসান ভাইয়ার বানানো পঁচা ভিডিওর গানটা দিয়েই তাদের শুরু করতে হইলো?) ^:^

IMG_3015 (3) []যদি বনের পাখি পোষ না মানে মনেরই ঘরে, যাক না উড়ে---

IMG_6786 (2) [] []পাখিরে তুই খাঁচা ভেঙ্গে আমার কাছে আয়

IMG_2998 (3) []যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো

IMG_6762 (3) []একা পাখি বসে আছে ।

IMG_4486 (3) []একদিন পাখি উড়ে যাবে যে আকাশে

IMG_6736 (2) []ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রানে সয়না

IMG_6699 (3) []যা..রে.., যারে উড়ে যারে পাখি

IMG_6754 (2) []পাখিরা চায় আকাশের নীল, কবিতা যায় ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে।

IMG_1818 [] (2) [] []পাখিদের অই পাঠশালাতে

IMG_4151 (3) []সোয়া চাঁন পাখি আমার, আমি ডাকিতাছি তুমি, ঘুমাইছো নাকি?

IMG_6749 (2) [] [] []পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন।

IMG_6768 (3) []ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালী আকাশ

IMG_6770 (3) []পথ হারা পাখি, কেঁদে ফেরে একা

IMG_6747 (3) [] []আমার সোনার ময়না পাখি, কোন বা দেশে গেলা উইড়া রে, দিয়া মোরে ফাঁকি রে

IMG_6780 (2) []যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ