অনেক দিন থেকেই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে পড়াশুনা করছি । ১৯৭২ থেকে বর্তমান সময় পর্যন্ত ডাটা খুজে পাওয়া কঠিন । তারপরেও যে উৎস থেকে এটি পেয়েছি তার লিংক দিয়ে দিচ্ছি । লিংকে আরো বিস্তারিত আছে । ছবির উপর ক্লিক করে ছবি বড় করে দেখুন ।

এখানে ১৯৭২ থেকে ২০১২ পর্যন্ত সময় কালকে কয়েকটি ভাগে ভাগ করেছি ।
১৯৭২ – ১৯৭৫ , ১৯৭৫ -  ১৯৮২ , ১৯৮২ – ১৯৯০ , , ১৯৯১ - ১৯৯৬ , ১৯৯৬ – ২০০১ , ২০০১ – ২০০৫ , ২০০৭ – ২০১২ । এখানে শেষ বছরের প্রবৃদ্ধি গ্রহন করে আলোচনা করা হয়েছে । লিংকে গিয়ে প্রতি বছরের প্রবৃদ্ধি যে কেউ দেখে নিতে পারবেন । লিংক এবং কিভাবে দেখবেন প্রতিবছরের প্রবৃদ্ধি তা লেখার শেষ দিকে বলা হয়েছে ।

১৯৭২ - ১৯৭৫

 

 

 

 

আশ্চর্য হলেও সত্যি যে বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল এযাবৎ কালের মধ্যে সবচেয়ে বেশী। যুদ্ধবিদ্ধস্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শুরু হয়েছিল মাইনাস ১৩.৯৭ থেকে । ১৯৭৩ এ দাড়িয়েছিল ৩.৩৩ । বৃদ্ধির পরিমান ১৭.৩ । ১৯৭৪ এ প্রবৃদ্ধি ৯.৫৯ যা বাংলাদেশের ইতিহাসে সরবোচ্চ । মাইনাস ১৩ দশমিক ৯৭ থেকে এই উত্তরন অকল্পনীয় । ১৯৭৫ এর শেষ সময়ে এসে তা দাড়ায় - ৪.০৯ । মাইনাস ৪ দেখে লীগ বিরোধীদের উল্লসিত হবার কিছু নেই , কারন স্বাধীনতার পর শুরুই হয়েছিল মাইনাস দিয়ে। সেক্ষেত্রে ১৯৭২ এর চেয়ে ১৯৭৫ এর অগ্রগতি ৯.৮৮।

১৯৭৫ - ১৯৮২

 

 

 

 

বাংলাদেশ ,পাকিস্থান , ভারত , মালয়েশিয়া দেখানো হয়েছে । চীন , আমেরিকা , জাপান , ব্রিটেন এর প্রবৃদ্ধি কেউ ইচ্ছে করলে দেখতে পারেন ।
বাংলাদেশঃ  ২ দশমিক ৩৮
পাকিস্থানঃ  ৬ দশমিক  ৫৪
ভারতঃ  ৩ দশমিক ২৪
মালয়েশিয়াঃ  ৫ দশমিক ৯৪
প্রতি বছরের প্রবৃদ্ধি দেখা যেতে পারে গ্রাফের উপর কার্সর নিলেই।

১৯৮২ - ১৯৯০

 

 

 

বাংলাদেশঃ  ৫ দশমিক ৯৪
পাকিস্থানঃ  ৪ দশমিক  ৪৬
ভারতঃ  ৫ দশমিক  ৫৩
মালয়েশিয়াঃ  ৯ দশমিক ০১

১৯৯১ - ১৯৯৬

 

 

 

বাংলাদেশঃ  ৪ দশমিক ৬২
পাকিস্থানঃ  ৪ দশমিক ৮৫
ভারতঃ  ৭ দশমিক ৫৫
মালয়েশিয়াঃ  ১০ দশমিক ০০ ( চীনের সমান হওয়ায় সম্ভবত আলাদা আসেনি )

১৯৯৬ - ২০০১

 

 

 

বাংলাদেশঃ  ৫ দশমিক ২৭
পাকিস্থানঃ  ১ দশমিক ৯৮
ভারতঃ  ৪ দশমিক ৯৪
মালয়েশিয়াঃ  ০ দশমিক ৫২
অর্থনৈতিক মন্দা আমরা সাফল্যের সাথেই মোকাবেলা করেছি । অন্যন্য দেশের প্রবৃদ্ধি দেখুন।

২০০১ - ২০০৫

 

 

 

 

বাংলাদেশঃ  ৫ দশমিক  ৯৬
পাকিস্থানঃ  ৭ দশমিক  ৬৭
ভারতঃ  ৯ দশমিক  ২৮
মালয়েশিয়াঃ  ৫ দশমিক ৩৩

২০০৭ - ২০১২

 

 

 

 

বাংলাদেশঃ  ৬ দশমিক ৩২
পাকিস্থানঃ  ৪ দশমিক ১৯
ভারতঃ  ৩ দশমিক ২৪
মালয়েশিয়াঃ  ৫ দশমিক ৬১

সার্বিক অবস্থায় আমাদের বাংলাদেশ এর প্রবৃদ্ধির হার একামত্র চীন ব্যাতিত অন্যান্য দেশের তুলনায় বেশ ভালো । দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হলে আমরা অবশ্যই অনেক দূর যেতে পারবো । একদিন  পৌঁছে যাবো স্বপ্নের বাংলাদেশে ।

হতাশার কিছু নেই ।

এই লিংকে গিয়ে বছর নির্বাচন করুন । দেশের নাম সিলেক্ট করুন বাংলাদেশ , পাকিস্থান , ভারত , মালয়েশিয়া । চলে আসবে প্রবৃদ্ধি গ্রাফ সহ ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ