হে সুর্য

সুপায়ন বড়ুয়া ১২ এপ্রিল ২০২০, রবিবার, ১১:০৮:৪১পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

হে সূর্য ,
তোমার আলোক রশ্মি আমার শুন্য ঘরে
আসবে বলে প্রতীক্ষার প্রহর গুনি।
কতদিন হয়নি দেখা তোমার মুখ
অবরুদ্ধ বাড়ি, পাড়া, মহল্লা, জনপদ
আমার পৃথিবীটা আজ অন্ধকার গ্রাস করছে নিয়ত
অনিশ্চিত ভবিতব্যে করে যাই কাউন্ট ডাউন
এক, দুই থেকে নয় যদি পাশে বসে যায় শুন্য
তবে ভারী ভয় হয়।
ভারী অচেনা ঠেকে থমকে দাঁড়ানো বৃক্ষরাজি
হারিয়ে খুঁজি আমার অস্তিত্ব টুকু।

হে সূর্য ,
একটু তাপ দাও
এখানে জমেছে শীতল বরফ
স্রোতস্বিনী নদী হারায় পথ
গন্তব্যহীন জলরাশি থমকে দাঁড়ায় নীলাচল সমুদ্রে
বেঘোরে প্রাণ হারায় প্রাণ কিংবা প্রাণ হীন অস্তিত্ব
শীতল নিথর দেহে প্রাণ খুঁজে বেড়াই নিরেট অন্ধকারে
জীবম্মৃত এই নৃত্যখেলা আর কতকাল চলবে
লক-ডাউন নামক এই ভীতিকর শব্দে
অস্থি মজ্জায় আজ পড়েছে টান।

হে সূর্য ,
আমি আজও সুড়ঙ্গ কুঁড়ে যাই
তুমি থাক আজ স্থির অবিচল
শেষ প্রান্তে হলেও যাতে তোমার রশ্মির দেখা পাই।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ