হে মৈনাক পর্বতমালা

ছাইরাছ হেলাল ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৬:৩৩:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

আমাকে বলে, পদ্য লিখে দাও, কয়েক ছত্র, এলেবেলেই তো লেখো, এ আর এমন কী?
দু’মিনিটের তো মামলা, এক্ষুনি লেখো,
শরমে মরে যাই, আশকারা প্রবণ হলে যা হয় আরকি।
আমি বলি,শাবাশ রোসো রোসো, এ দেখি ‘শীঘ্র পতন’ মামলা !!
নিকুচি করি ম্লান ম্লেচ্ছ মোহনমুগ্ধতার, এত্ত সোজা? বললেই হল?
শানিয়ে দাঁড়িয়ে আছি বুঝি? বলা মাত্রই সেরে ফেলবো যত্রতত্র?
যতটা খোলামকুচি ভাব, ততটা নয় এখন ও।

হুশ হুশ, যাও ভাগো, অন্য গলি খোঁজো, কানা গলিও হতে পারে;
একপেশে এক তরফা হরহামেশার অন্ধ ঠাডার বিজলি পড়ে না কেন?
ফরমাশদেনেওয়ালাদের মুখে ঢেলে দেব একরত্তি থুথু।

ভোরের সবটুকু স্বর্নোজ্জ্বলতা নিয়ে ঝুনো বৃষ্টির নুন্য বন্ধুত্ব আর হলো কৈ!
হে মৈনাক পর্বতমালা,

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ