হেঁটে হেঁটে হাঁটি

ছাইরাছ হেলাল ৭ নভেম্বর ২০১৬, সোমবার, ০৮:১৭:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

হাঁটি, হেঁটে হেঁটে যাই, হাঁটা নাকি পদব্রজ!
বিভ্রম স্মৃতিতে কত কী, কত কিছুই না উঁকি দেয়!
হামাগুড়ির ভঙ্গিতে ঘুর ঘুর করে স্বস্তির অস্বস্তি,
সুতোর উপরে থাকা একরত্তি মৃত্যু
থমকে দাঁড়ায়, কাছে আসে, দূরেও যায়।
ফসল ফলায়, তোলে, খায়-দায়, ঘুমায়ও!

প্রখর রোদ্দুরে, খটখটে জ্যোৎস্নায়,
কবিতার সান্নিধ্য খুঁজে খুঁজে খুঁজতে খুঁজতে
কীভাবে কী জানি কী হয়ে যায়
হঠাৎ সুতোটি ছিঁড়েও যায়; স্বপ্নময় বিজন সন্ধ্যায়
শিশিরসূর্যোদয়ের দ্বিধান্বিত স্বপ্নমৃত্যু হয়;

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ