হাল ছেড়োনা বন্ধু !

সুপায়ন বড়ুয়া ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ০১:৩৩:০৬অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।
আমরা আছি ১৬ কোটি পাল তুলবার
করোনা নামক ঘাতক ব্যাধি আসছে ধেয়ে এবার
ভয় পেয়ে মুখ লুকানো জায়গা নেই তো আর
সাগর জলে ভাসছে তরী কুলে ভীড়বার।

ঝর ঝঞ্জায় ঝাকুনি দেবে
বিজলী এসে চমকে দেবে
জল দস্যু হুমকী দেবে
মেঘের ভেলা গর্জে উঠবে
দমকা হাওয়া ওলটে দেবে।
হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।

আমরা সবাই বীরের জাতি ভুলে যেও না আর
যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছিলাম এক বার
তখন কেউ ভাবেনি তো খাবার হবে জোগাড়
যুদ্ধ জয়ের তাগিদ ছিল দেশ স্বাধীন করবার।

মজুদ করার নেশায় যারা হুমরি খেয়ে পড়ো
সাবধানতার মাইর নাই বাঁচার কথা ছাড়ো।
খাবার তোমার মজুদ আছে পৌঁছে যাবে দ্বারে
শক্ত হাতে পালটা ধরো তরী দুলতে নারে।

সাগর জলে ভাসছে তরী কুলে ভীড়বার
হাল ছেড়ো না বন্ধু তুমি ভয়ে করোনার।

ছবি নেট থেকে

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ