13871923_859590960812650_302709694_n
মাঝে মাঝে রৌদ্রোজ্জ্বল দিনগুলো যখন অমাবস্যার রাত হয়ে যায়, যেন জোছনা হীন জীবন যাপন আজন্ম, কোন কালেই
আসেনি পূর্ণিমার চাঁদ, সেইসব ঘুটঘুটে কাল রাতের দিনগুলোতে সঙ্গী হয় এই সবুজ নিজস্ব ভুবন।
একাকী অনুভবে প্রথম মানব যেন আদম হয়ে যাই। স্বর্গ হতে বিতারিত হয়ে এখানেই পা পড়েছিল,
নিঃশ্বাস না নেয়া আমি সবুজের একজন
বৃক্ষ হই, হৃদয়ের শিকড় করাত কলের ঘ্যাচ ঘ্যাচ করে কেটে ফেলা গাছের গুড়ি হয়ে স্থির থাকি অনাদরে।

.


পাশাপাশি দাঁড়িয়ে থাকা জোড়া দেবদারু স্থির হয়ে থাকে। প্রাণহীন, আনন্দহীন, নিশ্চুপ সঙ্গী দু'জন।
প্রকৃতি যেন বুঝতে পারে  আজ গাছেদের ভীষন মন খারাপ,
রংহীন সারি সারি বৃক্ষরা সাদা কালো রঙ নিতেও ভুলে যায়, নীল আকাশ কেমন
ঘোলাটে অস্বচ্ছ।
অথচ ক্ষণ পূর্বেও সামান্য হাওয়ায় দেবদারু দ্বয়ের  গান, শো শো শব্দ  দূরে, বহু দুরে।

.


পাশাপাশি দাঁড়িয়ে থাকা, হাতে হাত রাখা, জড়িয়ে থেকেও যেন দুই মহাদেশের দূরত্ব হয়ে যাওয়া দু'জন।
একই আকাশের ছাদ, একই হাসি আনন্দ কান্নার দুজনের মাঝে দূরত্ব মাপার কোন মাপক কি আছে আসলে?
অনতিক্রম্য দূরত্ব অতিক্রম করার আকাঙ্ক্ষা, বুভুক্ষ হৃদয়ের শত চোখ তাকিয়ে থাকে
মেঘ কেটে যাবার মাহেন্দ্রক্ষণের।
অপেক্ষার রাতের দিন বুড়ো হয়ে যায়।

.

IMG_20160728_184947
একলা গাছ স্থির তাকিয়ে রয় মেঘের দিকে। স্মৃতিতে ঝক্‌ঝকে নীলাকাশ, ধবধবে সফেদ তুলোর মত মেঘ,
সূর্যের আলোয় ভেসে বেড়ায়,
প্রকৃতি কিছুটা রঙ ফিরে পায়। পুরো আকাশ জুড়ে তার বিষণ্ণ মুখ।
অস্ফুটে বলে 'কেমন আছো জেস? মুখের কি অবস্থা তোমার! কতদিন সেভ করোনি!  জানোনা তুমি
তোমার মুখের খোঁচা খোঁচা দাঁড়ি ভাল লাগে না আমার? এসো শেভ করে দেই,
এবার তোমার সমস্ত মুখেই আচ্ছা মত সেভিং ক্রীম মেখে সাদা বানিয়েই ছাড়বো।
ধীরে ধীরে সমস্ত আকাশ জুড়ে বিস্তৃত হয় তার হাসি মাখা মুখ।

.

IMG_20160730_140416
গাছের দৃষ্টি গাছের পাতার ফাঁক গলে চলে যায় বহু দূরের একান্ত কাছে,
ঝক্‌ঝকে আকাশ ছুঁয়েছে বৃক্ষের চুল,  অনুভবে মায়ার পরশ।
ভেসে বেড়ায় নিষ্কলুষ মেঘ হয়ে, কাল দাগ হীন জীবন।
শঙ্খচিল হরিয়াল আসে দল বেঁধে, ডাহুক ঘুঘু ডাকে।

.

20150520_184918
সোনালী বিকেল হাসে, বিদায়ের আগে বলে যায়, এই তো আমি, আমার আলোয় পূর্ণ করো নিজেকে।
সোনার আলো ছড়িয়ে, নিজেকে সোনা রঙে মুড়িয়ে
দিয়ে যায় এক আঁচল উজ্জ্বল আলো। জমিয়ে রেখো সোনা আলো, ভোর হয়ে এসো,
অপেক্ষা, সোনালী ভোরের......

***
নাহ...... এত চেষ্টা করলাম, ফলাফল অশ্বডিম্ব,
এটি কোন ছবি ব্লগই হলো না,
এক্সপার্টদের প্রতি...... প্লিজ হেল্প মি   -{@

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ