স্বরণে ব্লগার আরজু মুক্তা

মনির হোসেন মমি ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১০:৫৮:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

চারপাশে কেবল মৃত্যুর কথা শুনি
লাশের দুর্গন্ধ পাই
স্বজন হারা কান্নার শব্দ শুনি৴৴

কখনো কখনো মসজিদের মাইকে
মোয়াজ্জেমের কণ্ঠে শুনি
একটি শোক সংবাদ ৴৴

কখনো কখনো জীবনের প্রয়োজনে
প্রত্যহ দৈনিক কর্ম ব্যাস্ততার ঘটনায়
মৃ্ত্যুর খবর শুনি কারনে কিংবা অকারনে
জন্মেরসংখ্যাটি শুনিনি এ কয় বছর।

মৃত্যুর সংবাদে মানুষের মনে
কৃর্তিমানরা মরে না৴
মানুষের মুখে মুখে তোমার সৃষ্টির
পদ্য গদ্য প্রন্ধদ  অবলোকনে
চির স্বরণীয় রবে আমাদের মাঝে।

শুধু
দেখা হবেনা সোনেলা এ প্লাটর্মে
পড়তেও পারবো না আর
নতুন কোন কবিতা; ।

আরজু মুক্তা আপুর এ ভাবে চলে যাওয়াটা কারোর ধারণাও ছিলো না।মৃ্ত্যুটা এতোটা সহজ কল্পনা করা যায় না।করোনাকাল শুরু হতেই  শুধু মৃ্ত্যুর কথা শুনি৴গত এক সপ্তাহে নিজ এলাকার চারজন প্রিয় মানুষ হারালাম।এখন বলা চলে আমরা প্রায় সকলেই শুনি৴ এরকম আত্মীয় স্বজনের বিয়োগান্তের খবরা খবর।মৃত্যু অবধারিত তাই মৃত্যু নিয়ে আমার বাড়তি কোন টেনসন নেই তবে মৃত্যুটা যেন হয় সু-মরন এই অপেক্ষায় আছি।

সোনেলায় আরজু আপু ১৬০টি পোস্টের মধ্যে সর্বোশেষ পোস্ট করেছেন হঠাৎ বৃষ্টি । তার এই গল্পের শেষের দিকে সে বলেছেন-

"দূরে চলে গেলেই কি সব পরিচিতরা অপরিচিত হয়ে ওঠে ? বৃষ্টিও কি বুঝে যায় জমানো কান্না কেমনে লুকাতে হয় ?

না আপু আপনি যত দূরেই থাকুন আপনার কর্ম আপনার আতিথেয়তা,আপনার ভালবাসা স্নেহ কেউ কখনো ভুলতে পারবে না।অপরিচিত ভাবে সোনেলায় এসে হলেন পরিচিত,জয় করলেন লেখক পাঠকদের মন যা রক্তের সম্পর্কের চেয়েও ছিলো মজবুত- তা ভুলি কী করে আমরা!!  আপনি বেচে থাকবেন আজীবন সোনেলার প্লাফর্মে ভক্তকুলে আপনার সৃষ্টির মাঝে।

ব্লগ বা লেখা লেখির জীবন ছাড়াও তার পেশাগত জীবন শিক্ষকতাও একটি মহৎ পেশা যেখনে রয়েছে তার অগনিত ছাত্রছাত্রী-সবার দোয়ায় পরপারে সে ভাল থাকুক শান্তিতে থাকুক এই টুকু কাম্য।

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ