স্বপ্নের বসতি

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ১০ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার, ১২:৪০:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

বসতির জন্য জীবনভর সংগ্রাম, লড়াই করে আসছে মানুষ। বসবাসের জন্য একটি স্থান, হোক তা যেমন তেমন, তাতেই সন্তষ্ট মানুষ। কেবল মানুষ বললে ভুল হবে, সমস্ত প্রাণীকুলের ই বসতির হাহাকার এবং সংগ্রাম থাকে। বাবুই পাখির বাসা আর কাকের বাসার মধ্যে বিস্তর ব্যবধান। একটি শৈল্পিক, অন্যটি এলোমেলো কাঠখোট্টা। উভয়ের জন্যই তা গুরুত্বপূর্ণ এবং মায়ার। কাকের বাসার কাছে কেহ গেলে কাক চেষ্টা করে সর্বাত্মক ভাবে তা রক্ষা করার, ধারাল ঠোঁট দিয়ে ঠোকরাতেও পিছপা হয়না। আবার বাবুই পাখি তার এত সুন্দর বাসাটি রক্ষার কোন চেষ্টাই করতে পারেনা তার শারীরিক ক্ষুদ্রতার জন্য।
ভূবনের মাঝে নিজস্ব ভুবন এই বসতি। যা সম্পূর্ণ ই নিজস্ব, আড়াল, আচ্ছাদিত, অপ্রকাশ্য। বসতিই একটি স্বপ্ন।
বসতির মাঝেও স্বপ্ন থাকে। থাকে আকাঙ্খার  বসতি, উচ্চাশার বসতি, স্বপ্নের বসতি।
স্বপ্ন ভেংগে যায় অনাকাঙ্খিত ভাবে। ঝড়ো বাতাসে উড়ে যায় কিছু স্বপ্ন খড় কুটোর মত। তারপরেও স্বপ্নবাজরা স্বপ্ন দেখে। স্বপ্নের সিড়ি বেয়ে উপরে উঠতে চায়। জোছনা নিতে চায় হাতের মুঠোয়, নিদেনপক্ষে জোছনার স্পর্শ।

নতুন স্বপ্ন বুননে স্বপ্নের বসতি স্থাপন করছি আবার। স্বপ্নের চাষাবাদে ক্লান্তিহীন আমি স্বপ্নচাষী।
আমার ছোট ছেলে প্রিয়র জন্য সবাই দোয়া করবেন।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ