সোনেলার জন্মমাসে জানাই তোমায় সালাম
হিসাব নিকাশ করতে বসি কখন কি পেলাম।
শাহবাগের উত্তাল দিনে মুক্তিযুদ্ধের শপথ নিয়ে জন্ম সোনেলার।
তারুণ্যের জয়যাত্রার আপোষহীন উন্মাদনায় এগিয়ে চলবার।

মানুষ বলে একটি ব্লগ সোনেলা তার নাম
সুধীজনের মিলনমেলা অনেক তার সুনাম।
কেউ বা আসে গল্প নিয়ে কেউ বা লিখে স্মৃতি
অভাজনের স্মৃতি কথায় লিখেন অনুভুতি।

উপন্যাসিক রঙ ছড়িয়ে মানেন রীতি নীতি
কেউ বা লিখেন সমসাময়িক কেউবা রাজনীতি।
কেউ বা লিখেন ভ্রমণ কাহিনী নানান রঙের ছবি
বাঘ মামাকে দেখতে গিয়ে পাখি দেখার হবি।

রম্য লেখায় হাত পাখা যার হাসির খোরাক পান
শিল্পী যিনি সুযোগ পেলেই তুলে আনেন গান।
সাহিত্যের রস আস্বাদনে আনেন নানান রূপকথা
গল্পের ছলে লিখে যান মনের লুকানো ব্যাথা।

কেউ বা সিনেমা দেখে লিখেন মুভি রিভিউ
রসিক পাঠক বই পড়ে লিখেন বুক রিভিউ
ইতিহাস নিয়ে গবেষণায় এগিয়ে থাকেন যারা
সাবলীল আর বাস্তবতায় তুলে আনেন তারা।

লেখা ঝোকায় হাত পাকিয়ে এডমিন যারা হলেন
সবার লেখায় পদচারণায় উৎসাহ দিয়ে চলেন।
কেউ বা আবার কবিতা লিখে আসর জমিয়ে তুলেন
৬০০ লেখার মাইল ফলকে মহারাজা হলেন।

অনেক আছে সকল শাখায় লিখতে যারা পারেন
যোগ্যতার সাক্ষর রেখে বাজিমাৎ তারা করেন।
সব লেখাতে সবাই গিয়ে ভুল ভ্রান্তি ধরেন
তাই তো সবাই উৎসাহ পায় গুণগান করেন।

এক ঝাঁক তরুণের আলোয় বিচ্ছুরিত এক নাম
সব লেখকের উচ্ছাসে হোক সোনেলার প্রাণ।
ভালবাসার একটি নাম সোনেলা তার নাম
প্রিয়তমার জন্ম মাসে ছড়িয়ে পড়ুক সুনাম।

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ