শিশির বিন্দুর খোঁজে।

রিতু জাহান ১৬ জানুয়ারি ২০১৭, সোমবার, ০৭:৩৬:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

কাচের এক স্বচ্ছ পাত্র হাতে, শিশির বিন্দুর খোঁজে চললাম দুর্গম সব অরণ্য পেরিয়ে।
খুঁজতে খুঁজতে তোমার দুয়ারে এসে দাঁড়াই।
তোমার দুয়ারে মরুভূমির ক্যাকটাস দলের সশস্ত্র প্রহরির টহল গর্জন
হুঁশিয়ারির সরঞ্জাম এবার ব্যপক তাদের।
তোমার দুয়ার খোলা, তবু তা পাঁচিল ছাড়া এক কয়দখানা।
আমি তবু সূক্ষ কাটাতারের বেষ্টনী ডিঙ্গিয়ে যাই।
আমার শরীর ঢাকা এ মসলিন ওড়না পেচিয়ে নেয় সূক্ষ কাটাতার তোমার।
আমি হোঁচটেও কাচের পাত্রটি সামলে চলি, শিশির বিন্দুর খোঁজে।
দু'কদম চলি দু'কদম পিছাই,
সূর্যের আলো উত্তাপ ছড়ায়, শিশির বিন্দু হাওয়ায় মিলায়।
আমি ও আমার আপন গৃহের  পথ ভুলি
যে পথে এসেছি জোর কদমে তোমার দুয়ার অবধি,
সে পথেও এখন জোয়ারের বেগ শেষ হয়েছে
দেখা দিয়েছে ভাটার টান।
তোমার দুয়ারে আসতে, ভরা জোয়ারেও মাঝ দরিয়াতে তরী ভাসিয়েছিলাম।
কোনো ঝড় ঝঞ্জার ভ্রূকুটিকে গ্রাহ্য না করে। আমার মন ছিল ব্যাকুল
তোমার ঘাসবুকের ঐ শিশির বিন্দুর তরে।
কাচের খালি পাত্র হাতে ঘরে ফিরব
আবারো এক শিশির ভেজা ভোরের অপেক্ষায়
দীর্ঘ এ পথ পরিভ্রমণের ফলে
আমার আপন গৃহের রূপও ঝাপসা হয়ে আসে।
আজ এ দেহ ক্লান্ত, মন অবসন্ন, মেজাজ রুক্ষ
ফিরতি এ পথে অসহিষ্ণু, বাগযুদ্ধ যতো, অহেতুক সব দলাদলি।
,,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,,
,,,,,,,,,,,,,,১৬/১/১৭,,,,,,,,,,,,

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ