যাযাবার পথিক

রিতু জাহান ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ১০:০৫:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩ মন্তব্য

ধরে নিতে পারো এ প্রান্তে আর এতোটুকুও অপেক্ষা নেই,,

ফিরে পাবার এষণা নেই।

ব্যক্তি বৈপরীত্যে হেঁটেছি যে দীর্ঘ পথ অক্লান্ত,

পথের শেষপ্রান্তে পরোক্ষ প্রত্যক্ষ অনুভব রাখলাম বড় প্রেমে।

দেখলাম,

অতি উচ্ছসিত সে পথ আসলে

আরোহ অবরোহের খেলা

নিরব নিস্তব্দতা লাঞ্ছনার এক বড় আস্তরণ,

আওয়াজহীন অনিয়ন্ত্রিত অকারণ শব্দ দূষণ।

বোধএ না আসা সে সব শব্দের বাণ ঠিক যেনো মহাবিপর্যয়

সে বিপর্যয়ে হারিয়ে হেছে আমার প্রেমের প্রচন্ডতা।

সমস্ত নিষ্ঠায় যে পথ আসে না বোধএ

অন্তরে নিহিত পুরাণ দেবতা বলে,

ও পথে তুমি যাযাবার পথিক।

জাতিস্মর তোমার কৃপানিধি কেনো যে পক্ষপাতদুষ্ট!

যাযাবরই যদি হব তবে কেনো পথের সৃষ্টি!

 

,,জাহান,, রংপুর।

আজ: ১১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ,

বৃহস্পতিবার,

২৮ জুলাই ২০২২,

কৃষ্ণপক্ষ।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ