রাতে

ছাইরাছ হেলাল ২৭ অক্টোবর ২০১৪, সোমবার, ০৭:২২:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

রাতে, নিভাঁজ প্রকৃতির সামনে দাঁড়ালে মাথা নত হয়ে আসে,
খুব গুটি গুটি লাগে নিজেকে।
আয়ত চোখে তপোবনের হরিন শিশুর পেলবতায়
উপচানো প্রসাদের থালা হাতে বলে ‘নাও না যা খুশি’।
লজ্জায় মিশে যেতে ইচ্ছে করে;
এ ভাবে কি কেউ নেয়? নাকি নেয়া যায়?

রাত-বিরাতে ঠায় দাঁড়িয়ে থাকে রাত
কখনও ঝুল বারান্দায় কখনও ছাদের কার্নিশ ঘেঁষে;
কাঠের চেয়ারে হেলান দিয়েও বসে থাকে ঘুরঘুট্টি অন্ধকারে,
বসে থেকে থেকে ঘুমিয়েও পড়ে কখনও-বা।

চড়ুই-চঞ্চল উৎসুক্য নেই , ছিল না তা কখনও।

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ